‘দিদিকে বলো’-র ধাঁচেই আসছে নয়া কর্মসূচি, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিবেদন : রামপুরহাট থানার অন্তর্গত বগটুই গ্রামে ঘটে যাওয়া গণহত্যাকে ষড়যন্ত্র বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শিলিগুড়ির সভামঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় এমনটাই ঘোষণা করতে দেখা যায় তাকে। তিনি অভিযোগ করেন, ডেউচা পাচামি কয়লা খনি শিল্প প্রকল্পের কাজ চলছে। সেই প্রকল্পের কাজে ব্যাঘাত ঘটানো জন্যই রামপুরহাটে এমনটা করা হয়েছে।

তবে এই ধরনের ঘটনা ঠেকাতে সাধারণ মানুষকে এগিয়ে আসার প্রয়োজন আছে বলে মনে করেছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে আগামী দু’মাসের মধ্যে ‘দিদিকে বলো’ কর্মসূচির যাচ্ছে নতুন একটি কর্মসূচি আনবেন বলে উত্তরবঙ্গে দাঁড়িয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নতুন কর্মসূচির নাম ঘোষণা করা না হলেও ইতিমধ্যেই এই নতুন কর্মসূচি নিয়ে অনেকেই নানান নাম দিতে শুরু করেছেন।

মুখ্যমন্ত্রী জানান, “আমি আগামী দু’ মাস সময় নেব। তার পর যদি কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, কারও বিরুদ্ধে খুনখারাপির অভিযোগ ওঠে, অত্যাচারের অভিযোগ থাকে, আমি আর একটা সেট আপ তৈরি করব দিদিকে বলোর মতো করে। নামটা এখন বলছি না। সেটা আমরা ঠিক করে আপনাদের জানাব। সেইখানে একটা মিসড কল দেবেন। আপনার নাম বলবেন। জানাবেন কোথায় কী ঘটছে। সঙ্গে সঙ্গে আমি ব্যবস্থা নেব। সে অফিসারই হোক, সে কোনও রাজনৈতিক দলই হোক বা সাংবাদিক, বাইরের লোকই হোক। ব্যবস্থা হবেই।”

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রেলমন্ত্রীত্বের সময়ের কথা তুলে ধরেন। রেল মন্ত্রী থাকাকালীন তিনি এই ধরনের ঘোষণা করেছিলেন বলে জানান। গ্রাম্য এলাকার ছেলে মেয়েদের আহ্বান জানিয়েছিলেন নজরদারি চালানোর জন্য। তিনি জানান, “আমি বলেছিলাম যদি কখনও দেখেন কোথাও রেলের লাইন কাটা বা ফাটা বা যদি দেখেন কেউ কোথাও তছনছ করতে এসেছে জানান। তা হলে রেল থেকে পুরস্কৃত করা হবে। এমনকী রেলে চাকরিও দেওয়া হবে। আমি দিয়েছিলাম।”

একইভাবে নতুন এই কর্মসূচি নিয়ে তাকে বলতে শোনা যায়, “এখনও আমি সাধারণ মানুষকে বলব যদি কারও কাছে কোনও গোলমালের খবর থাকে দয়া করে লোকাল থানায় গিয়ে জানাবেন। আর থানা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নেয় তা হলে সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে এ ধরনের ঘটনা ঘটাতে কেউ সাহস পায় না। কেউ কোনও অন্যায় ধরিয়ে দিলে সরকার পুরস্কৃত করবে তাঁকে।”