Ma Canteen: আরও বেশি জায়গায় মিলবে ৫ টাকায় ডিম ভাত! মা ক্যান্টিন নিয়ে নতুন আপডেট দিল রাজ্য

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রত্যেক দুস্থ দরিদ্র মানুষ থেকে শুরু করে নিম্নবিত্তরা যাতে পেট ভরে অন্ততপক্ষে একবেলা খেতে পান তার জন্য রাজ্যে চালু করা হয়েছে মা ক্যান্টিন (Ma Canteen)। রাজ্যে যে সকল পৌরসভা রয়েছে সেই সকল পৌর এলাকায় রাজ্য পুর দপ্তরের তরফ থেকে মা ক্যান্টিন পরিচালনা করা হয়ে থাকে। এই সকল ক্যান্টিনে প্রচুর মানুষদের খাওয়া-দাওয়া করতে দেখা যায়।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন খোলার ঘোষণা করেছিলেন। ঘোষণা অনুযায়ী, মাত্র ৫ টাকায় ভাত, ডাল, ডিম, তরকারি দেওয়ার বন্দোবস্ত করা হয়। তবে বিভিন্ন সময় দেখা গিয়েছে এই সকল মা ক্যান্টিন সময়ের পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে যেতে এবং পরে আবার খুলতে। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন নিয়ে নতুন আপডেট দিলেন।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রশাসনিক বৈঠকে রাজ্যের প্রত্যেক বাজার এবং হকিং এলাকায় মা ক্যান্টিন চালুর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই রাজ্যে যে সকল পৌরসভা রয়েছে সেই সকল পৌরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে করে তারা তাদের এলাকায় কতগুলি বাজার রয়েছে এবং সেখানে মা ক্যান্টিন খোলার জন্য জায়গা রয়েছে কিনা তা দ্রুত জানাতে।

আরও পড়ুন 👉 Stamp Duty Price Increased: মাথায় হাত মধ্যবিত্তদের, এবার রাজ্যে বেড়ে গেল জমি-জমা, ফ্ল্যাট, বাড়ির দাম

এর আগে যে হিসেব রয়েছে সেই হিসেবে অনুযায়ী ১১০০ বাজার রয়েছে বলে জানা যাচ্ছে। তবে এরপরেও কোথাও কোনরকম বাজার বেড়েছে কিনা তা জানতে চেয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। নতুন করে এই তথ্য জানার পর দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে আরো কত জায়গায় মা ক্যান্টিন খোলা হবে সেই বিষয়ে। এমনকি কলকাতা পৌরসভা এলাকাতেও মা ক্যান্টিন বৃদ্ধির জন্য পদক্ষেপ নিচ্ছেন খোদ মন্ত্রী তথা কলকাতা পৌর নিগমের ফিরহাদ হাকিম।

২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর একেবারে প্রথমে মাত্র ৩২ টি ক্যান্টিন নিয়ে এই প্রকল্প চালু হয়েছিল। এরপর ২০২২ সালে অর্থাৎ এক বছরের মধ্যে সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ছিল ২১২। এরপর বর্তমানে মা ক্যান্টিনের সংখ্যা রাজ্যে দাঁড়িয়েছে ৩৩০। আর এরপরেও রাজ্য সরকার আরো বিভিন্ন জায়গায় মা ক্যান্টিনের সংখ্যা বৃদ্ধি করতে চাইছে। আসলে আরো বেশি সংখ্যক মানুষদের দুপুর বেলার খাবার যোগানোর লক্ষ্যেই রাজ্য সরকার এমন পদক্ষেপ নিচ্ছে।