নিজস্ব প্রতিবেদন : এখনো মাস ফুরোয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে আগামী বিধানসভা ভোটের দামামা বাজিয়ে যান। বাঁকুড়ায় গিয়ে তিনি বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন। আর এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার বিরসা মুন্ডাকে নিয়ে নতুন ঘোষণা করলেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ায় গিয়ে যে মূর্তিতে মাল্যদান করেন তাকে নিয়ে পরবর্তী সময়ে নানান বিতর্ক শুরু হয়। তৃণমূল নেতাদের তরফ থেকে দাবি করা হয় ওই মূর্তি বিরসা মুন্ডার নয়। ওই মূর্তি ছিল আদিবাসী শিকারির। যদিও বিজেপির তরফ থেকে বলা হয়, যে মূর্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাল্যদান করেছেন তা যে মূর্তি হোক না কেন এখন থেকে তা বিরসা মুন্ডার মূর্তি। পাশাপাশি তাদের তরফ থেকে মূর্তি ছড়িয়ে দেওয়ার অভিযোগও তোলা হয়।
তবে এনিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এখানকার মানুষরা বলছেন ওই মূর্তি বিরসা মুন্ডার মূর্তি নয়। ওটা একটা শিকারি মূর্তি। সে যাই হোক, আদিবাসী শিকারিকেও আমরা সম্মান করি।” আর এই কথা বলার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরসা মুন্ডার জন্ম দিনে আগামী বছর থেকে রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেন।
তিনি বলেন, “গুরুনানকের জন্ম দিনের ছুটি হয়। ঈদের ছুটি হয়। করণ পুজোর ছুটি হয়। দুর্গা পুজোর ছুটি হয়। আর এবার বিরসা মুন্ডার জন্মদিনেও ছুটি হবে।”
তবে এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে নানান বিতর্কের সৃষ্টি হয়েছে। ন্যাশনাল কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী আক্রমণ করে বলেছেন, “প্রতিযোগিতামূলক রাজনীতি চলছে। অমিত শাহ কারোর মূর্তিতে মাল্যদান করেছেন বলে ছুটি। অমিত শাহ কারোর বাড়ি গেলে চাকরি। আগামী বছর বিরসা মুন্ডার জন্মদিন পর্যন্ত উনার সরকার থাকবে তো?”
প্রসঙ্গত, আদিবাসী এই বিপ্লবী নেতা বিরসা মুন্ডা ১৮৭৫ খ্রিস্টাব্দের ১৫ ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আগামী বছর থেকে এই দিনটি রাজ্যের সরকারি ছুটির তালিকা নতুন সংযোজন পাচ্ছে।