শারদ শুভেচ্ছা জানিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী! ঘরে ঘরে পাঠানো হবে কার্ড

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আসছে শারদীয় উৎসব, আর সেই উৎসবকে কাজে লাগিয়ে জনসংযোগ বাড়ানোর হাতিয়ার হিসাবে বেছে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে ছবি এঁকে সেই ছবি দিয়ে কার্ড বানিয়ে শুভেচ্ছাবার্তা পাঠানোর কাজে নেমে পড়লো তৃণমূল। মুখ্যমন্ত্রীর হাতে আঁকা সেই কার্ড এবার দুর্গা পূজার আগে পৌঁছে যাবে বাড়ি বাড়ি তৃণমূল প্রতিনিধিদের হাত ধরে।

আকাশী নীল সাদা রংয়ের সেই কার্ডে মাতৃমূর্তির ছবি এঁকেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্ডের একদিকে রয়েছে ত্রিনয়নী মাতৃমূর্তির ছবি, অন্যদিকে শারদীয় শুভেচ্ছা বার্তা, রয়েছে দীপাবলীর বার্তাও।

তবে মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তার মধ্যে ফুটে উঠেছে বাংলা ভাষার গুরুত্ব। বাংলা ভাষার পক্ষে সওয়াল করে তিনি মাতৃমূর্তির অলংকার রূপে বাংলা অক্ষর মালাকে ফুটিয়ে তুলেছেন ছবিতে মাতৃমূর্তির অবয়বে। ওয়াকিবহাল মহলের অনেকেই এমন কার্ড দেখে মনে করছেন, রাজ্যের নাম বাংলা হওয়ার পক্ষে সওয়াল ফুটে উঠেছে এই কার্ডের মধ্যে।

কার্ডের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী আপামর জনতার উৎসবের দিনগুলি সুখ-স্বাচ্ছন্দে কাটার শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সম্প্রীতি রক্ষার বার্তাও পৌঁছে দিয়েছেন। কার্ডের ভিতরের পাতায় শরতের আবহ বহনকারী কাশফুল এবং শিউলির ছবি রয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে আপাতত এই কার্ডের অজস্র প্রতিলিপি ছাপানো হয়েছে। সেই কার্ডগুলি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এলাকার কাউন্সিলরদের। পাশাপাশি একই নির্দেশ দেওয়া হয়েছে বিধায়কদেরও।

তবে শারদ শুভেচ্ছা শুধু তৃণমূল নয়, শারদ উৎসব উপলক্ষে বিজেপিও অজস্র স্টিকার ছাপিয়েছে বলেও জানা গিয়েছে। সেই স্টিকার বাঙালির দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে গেরুয়া শিবির। তবে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, দলীয় প্রতীক পদ্মকে স্টিকারে রেখে উৎসব নিয়ে রাজনীতি করছে বিজেপি।