মধ্যপ্রদেশকে টপকে করোনা সংক্রমণের নিরিখে পশ্চিমবঙ্গ উঠে এলো ৭ নম্বরে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণের নিরিখে ভারতে পশ্চিমবঙ্গ প্রথম থেকে তালিকায় অনেকটাই নিচে ছিল। তবে এরপর ধীরে ধীরে সংক্রমণ বাড়তে শুরু করায় মোট সংক্রমণের সংখ্যার নিরিখে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় উঠতে থাকে উপর দিকে। আর দেখতে দেখতে এবার পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশকে টপকে উঠে এলো ৭ নম্বরে।

Advertisements

Advertisements

করোনা সংক্রমণের নিরিখে ভারতের রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র বিগত কয়েক মাস ধরে তালিকায় প্রথম স্থান দখল করে রয়েছে। পাশাপাশি একইভাবে তালিকায় উপরের দিকে রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, রাজস্থান। দিন কয়েক আগেই এই রাজ্যগুলির পরেই ছিল মধ্যপ্রদেশ, তবে এবার মধ্যপ্রদেশকে টপকে পশ্চিমবঙ্গ এলো ৭ নম্বরে। আর মধ্যপ্রদেশ কিছুটা হলেও সংক্রমণে বাঁধ দিয়ে সংক্রমণের নিরিখে ভারতের রাজ্যগুলির তালিকায় এক ধাপ নামলো।

Advertisements

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশে বর্তমানে মোট সংক্রমনের সংখ্যা ১০ হাজার ৮০২। এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন ১৬১ জন। সে দিক দিয়ে পশ্চিমবঙ্গে বর্তমানে মোট সংক্রমণের সংখ্যা ১১ হাজার ৮৭। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮৯ জনের শরীরে ধরা পড়েছে সংক্রমণ। তবে পশ্চিমবঙ্গ কেবলমাত্র মধ্যপ্রদেশকে নয়, মাত্র কয়েক দিনের মাথায় বেশ কয়েকটি রাজ্যকে টপকে উপরে উঠেছে। আর রাজ্যে এই বিপুল পরিমাণ সংক্রমণ বৃদ্ধির কারণ হিসাবে বিশেষজ্ঞমহল ভিন রাজ্য থেকে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকদের আগমনকে দায়ী করেছে।

ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে মোট সংক্রমণের সংখ্যা ১,০৭,৯৫৮, তামিলনাড়ু ৪৪,৬৬১, দিল্লি ৪১১৮২, গুজরাত ২৩,৫৪৪, উত্তরপ্রদেশ ১৩,৬১৫, রাজস্থান ১২,৬৯৪। ১০ হাজারের নিচে সংক্রামিত রাজ্যগুলি হল হরিয়ানা ৭২০৭, কর্ণাটক ৭০০০, বিহার ৬৪৭০, অন্ধ্রপ্রদেশ ৬১৬৩, জম্মু-কাশ্মীর ৫০৪১, তেলঙ্গানা ৪৯৭৪, আসাম ৪০৪৯, ওড়িশা ৩৯০৯, পাঞ্জাব ৩১৪০, কেরালা ২৪৬১।

Advertisements