শনিবার থেকে ফের বৃষ্টি এই সকল জেলায়, ফের কবে ফিরবে শীত

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি কাটার পর সম্প্রতি দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীত পড়েছে জাঁকিয়ে। তবে এই শীত দীর্ঘস্থায়ী হবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী শনিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তাতেই উধাও হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচেই রয়েছে। অন্যদিকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩ ডিগ্রির মধ্যে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আগামী শনিবার থেকে লক্ষ্য করা যাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে নতুন করে এই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে, সপ্তাহান্তে বেশকিছু জেলাতে শিলাবৃষ্টিও লক্ষ্য করা যেতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস, এই বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।

বৃষ্টির কারণ হিসাবে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, পশ্চিমাঞ্চল থেকে একটি পশ্চিমী ঝঞ্জা ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে। এর ফলে উত্তুরে ঠান্ডা হওয়া বাধাপ্রাপ্ত হওয়ার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বায়ুমন্ডলে। এরফলেই তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় শনিবার হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। এরপর রবিবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এর পর ফের সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যাবে বিভিন্ন এলাকায়। মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির দাপট চলতে পারে। এরপর বুধবার আকাশ পরিষ্কার হবে। তবে এটাও জানানো হয়েছে, মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে তাপমাত্রা বৃদ্ধি পেলেও ফের শীতের প্রত্যাবর্তন হবে, তবে তার জন্য অপেক্ষা করতে হবে ২৫ জানুয়ারি পর্যন্ত।