Jayanti Mahakal Jungle Safari: পর্যটকদের জন্য খারাপ খবর, উত্তরবঙ্গ ট্যুরে এবার বাদ দিতে হবে এই জায়গা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গরমের ছুটি হোক অথবা অন্য কোন সময় দক্ষিণবঙ্গের অধিকাংশ পর্যটকরা উত্তরবঙ্গ ঘুরতে যেতে পছন্দ করেন। উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ পর্যটকদের দার্জিলিং অথবা আশেপাশের কোন শৈল শহর পছন্দের হলেও তালিকায় রয়েছে আরও একাধিক জায়গা। তবে এবার পর্যটকরা উত্তরবঙ্গ সফরে গেলে তালিকায় একটি জায়গা আর রাখলে হবে না।

Advertisements

পর্যটকদের পছন্দের যে সকল জায়গা রয়েছে তার মধ্যে চারদিক বড় বড় গাছে ঘেরা জঙ্গলের মাঝ দিয়ে সফর করা অন্যতম পছন্দের। এমন প্রকৃতির টানেই অনেকে রয়েছেন যারা ছুটে যান জয়ন্তী নদীর ধারে। অনেকেই রয়েছেন যারা উত্তরবঙ্গ সফরের মধ্যে রাখেন জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি (Jayanti Mahakal Safari)। কিন্তু এবার এই সাফারি বন্ধ করে দেওয়া হলো।

Advertisements

প্রশাসনের তরফে গত সোমবার থেকে জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এই সাফারি আবার কবে থেকে শুরু করা হবে তা সম্পর্কে কিছু জানানো হয়নি। পর্যটকদের ভরা মরশুমে প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে একদিকে যেমন পর্যটকদের বড় অংশ হতাশ হয়ে পড়েছেন, ঠিক সেইরকমই আবার হতাশ পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষেরা।

Advertisements

আরও পড়ুন ? Interest Rate of Fixed Deposit: ৯ শতাংশের বেশি সুদ, এই ৫ ব্যাঙ্কে টাকা রাখলেই বাড়বে তরতরিয়ে, দ্বিগুণ হবে দেখতে দেখতে

তবে প্রশাসনিক তরফ থেকে এমন সিদ্ধান্ত এমনি এমনি নেওয়া হয়নি। প্রশাসনের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই। মূলত রাস্তার পরিস্থিতি এতটাই খারাপ যে তা পর্যটকদের যে কোন সময় বিপদের মুখে ফেলে দিতে পারে, আর সেই কথা মাথায় রেখেই বনদপ্তর অনির্দিষ্টকালের জন্য জয়ন্তী মহাকাল জঙ্গল সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এখানকার জঙ্গল সাফারিতে পর্যটকদের মহাকাল মন্দির পর্যন্ত জয়ন্তী নদীর পাশে থাকা রাস্তা ধরে নিয়ে যাওয়া হতো। কিন্তু সামনে যখন বর্ষা আসছে, ঠিক সেই সময় আবার রাস্তার অবস্থা খারাপ এবং পাহাড়ি নদীতে হড়পা বানের আশঙ্কার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আবার মহাকাল মন্দিরের আশেপাশে হাতির দলের বিচরণ পর্যটকদের নিরাপত্তা নিয়ে আরও বেশি আশংকার কারণ হয়ে দাঁড়িয়েছে। বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় মহাকাল জঙ্গল সাফারি পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

Advertisements