নিজস্ব প্রতিবেদন : দেশের কোন রাজ্যে ব্যবসা করার সহজ এবং মসৃণ পথ বা সুযোগের নিরিখে দেশের কোন রাজ্য ২০১৯ সালের শেষে কত নম্বর স্থানে রয়েছে তা সম্পর্কিত একটি তালিকা কেন্দ্র সরকারের তরফ থেকে সদ্য প্রকাশ করা হয়েছে। শনিবার এই তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এই তালিকা সেই সকল ক্ষেত্রগুলির প্রতিফলন যেখানে একসাথে লগ্নি সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া, ব্যবসা-বাণিজ্যের জন্য সমস্ত রকম ছাড়পত্র দেওয়ার সুবিধা, শ্রম সংস্কারসহ ১২টি ক্ষেত্রের ১৮০টি বিষয়ে সংস্করণ। আর এই তালিকা তৈরি করা হয়েছে শিল্পমহলের প্রতিনিধিদের মূল্যায়নের ভিত্তিতে। অর্থাৎ তারা শিল্পের ক্ষেত্রে আদৌ কোনো সুফল পাচ্ছেন কিনা তার নজরে রেখে।
কেন্দ্রের তরফ থেকে এই তালিকা প্রকাশ করার পর দেখা গিয়েছে দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। অন্যান্য বছরের মতো এবছরও তারা প্রথম স্থান ধরে রাখতে পেরেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর প্রদেশ। উত্তরপ্রদেশের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে শিল্পক্ষেত্রে সুযোগ সুবিধার জন্য। কারণ তারা গত বছর অর্থাৎ ২০১৮ সালের তুলনায় ১০ ধাপ এগিয়ে এসেছে দ্বিতীয় স্থানে। তারা সেসময় ছিল ১২ নম্বর সাথে।
তৃতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা। এছাড়াও পর পর যে রাজ্যগুলি রয়েছে সেগুলি হল মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তীশগড়, হিমাচলপ্রদেশ ও রাজস্থান।
আর পশ্চিমবঙ্গ রয়েছে নবম স্থানে। পশ্চিমবঙ্গের অবস্থান নবমে থাকলেও ২০১৮ সালের শেষে যে তালিকা প্রকাশ করা হয়েছিল তার তুলনায় একধাপ এগিয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়াও পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে সবার আগে রয়েছে।
পশ্চিমবঙ্গের পড়ে রয়েছে গুজরাত, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্য। এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য যে পশ্চিমবঙ্গ গুজরাতকে পিছনে ফেলে দিয়েছে ব্যবসার পরিবেশ বান্ধব এবং সুযোগের নিরিখে।