বাংলার কৃষকদের জন্য সুখবর, চালু হচ্ছে নতুন ‘কৃষক স্পেশাল’ ট্রেন

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উৎপাদিত ফসল যাতে সঠিক সময়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে খুব সহজে নিয়ে যাওয়া যেতে পারে তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে কয়েক মাস আগে চালু করা হয় ‘কৃষক স্পেশাল’ ট্রেনের। প্রথম দফায় দেশের কয়েকটি রাজ্য থেকে এই ট্রেন অন্য রাজ্যে রওনা দিলেও বাংলার জন্য এমন কোন ট্রেন ছিল না। এবার সেই জায়গায় বাংলা থেকে একটি ‘কৃষক স্পেশাল’ ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে।

Advertisements

Advertisements

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, রেলের এই সিদ্ধান্তের ফলে কেবলমাত্র বাংলার কৃষকরা উপকৃত হবেন এমনটা নয়। পাশাপাশি অন্যান্য রাজ্যের কৃষকরা উপকৃত হবেন। ‘কৃষক স্পেশাল’ এই ট্রেনটিতে কেবলমাত্র কৃষকদের উৎপাদিত ফসলই নিয়ে যাওয়া হবে। এর জায়গায় অন্য কোন পণ্য অথবা যাত্রী বহন করা হবে না।

Advertisements

রেল সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসের শেষে ২৯ তারিখ বাংলা থেকে এই ‘কৃষক স্পেশাল’ ট্রেনটি তার যাত্রা শুরু করবে। ট্রেনটি চালানো হবে জুলাই মাসের শেষ পর্যন্ত। পশ্চিমবঙ্গের চাষের সময়কাল দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। ট্রেনটি চলাচল করবে হুগলির তারকেশ্বর থেকে নাগাল্যান্ডের ডিমাপুর পর্যন্ত।

বাংলার জন্য এই ‘কৃষক স্পেশাল’ ট্রেনের সময়সূচী সম্পর্কে রেলের তরফ থেকে জানা গিয়েছে, সপ্তাহে একদিন এই ট্রেন যাতায়াত করবে। প্রতি সপ্তাহের শুক্রবার সকাল ১০ টায় তারকেশ্বর থেকে রওনা দেবে ট্রেনটি। নাগাল্যান্ড ডিমাপুর থেকে ট্রেনটি শনিবার রওনা দেবে সকাল সাড়ে ৯ টায়। ব্যান্ডেল, অম্বিকা কালনা, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, লামডিং হয়ে যাবে ডিমাপুর পৌঁছবে এই ‘কৃষক স্পেশাল’ ট্রেনটি।

Advertisements