New Train in WB: আরও একটি নতুন ট্রেনের পথ চলা শুরু হল বাংলায়, চলবে এই রুটে, রইল সময়সূচী

নিজস্ব প্রতিবেদন : অল্প সময়ে, কম খরচে এবং স্বাচ্ছন্দের সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করার ক্ষেত্রে রেল পরিষেবার বিকল্প আর কিছু নেই। যে কারণেই প্রতিদিন দেশের প্রায় ই ২০০ কোটি মানুষ রেল পরিষেবার উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। যে কারণেই ভারতীয় রেল (Indian Railways) ভারতীয়দের কাছে সবচেয়ে বেশি ভরসার মাধ্যম হয়ে উঠেছে।

তবে রেল পরিষেবা ভারতীয়দের কাছে সবচেয়ে বেশি ভরসার মাধ্যম হয়ে উঠলেও এখনো পর্যন্ত সমস্ত জায়গায় সমানভাবে পরিষেবা পৌঁছে দেওয়ার সম্ভব হয়নি। কোন কোন রুটে এখনো পর্যন্ত রেল ট্র্যাকই বসানো সম্ভব হয়নি, আবার কোন কোন রুটে রেল ট্র্যাক থাকলেও পর্যাপ্ত ট্রেন চালানো সম্ভব হয়ে ওঠে না। যদিও রেলের তরফ থেকে এই সকল ফাঁকফোকড় পূরণের আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।

গত কয়েক মাস ধরেই রেলের তরফ থেকে বিভিন্ন রুটে নতুন নতুন ট্রেন চালু করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি ট্রেন পেয়েছে বাংলা। ঠিক সেই রকমই আবার একটি নতুন ট্রেনের (New Train in WB) বাণিজ্যিকভাবে পথ চলা শুরু হল সোমবার থেকে। এই ট্রেনটির উদ্বোধন হয় গত ৯ মার্চ প্রধানমন্ত্রীর হাত দিয়ে। বাংলার নতুন যে ট্রেনটির কথা বলা হচ্ছে সেটি পরিষেবা দেবে শিলিগুড়ি জংশন থেকে রাধিকাপুরের মধ্যে।

আরও পড়ুন 👉 New Vande Bharat Express for WB: ফের নতুন একটি বন্দে ভারত পাচ্ছে বাংলা, চলবে এই রুটে, চালু হবে এই দিন

নতুন একজোড়া যে ট্রেনের সূচনা হলো সেই ট্রেন দুটি হল ৫৭৭০৬ ও ৫৭৭০৫। ৫৭৭০৬ ট্রেনটি প্রতিদিন শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে সকাল ৬টার সময় এবং রাধিকাপুর পৌঁছাবে সকাল ১১ টার সময়। অন্যদিকে ৫৭৭০৫ ট্রেনটি রাধিকাপুর থেকে ছাড়বে বিকেল ৪টের সময় এবং শিলিগুড়ি জংশন পৌঁছাবে রাত ৯:৩০ টার সময়। এই রুটে এই নিয়ে দ্বিতীয় কোন ট্রেন চলাচল করার ফলে এলাকার মানুষেরা অনেক উপকৃত হবেন।

নতুন এই ট্রেন দুটি শিলিগুড়ি জংশন এবং রাধিকাপুর বাদেও ৯ টি স্টেশনে স্টপেজ দেবে। যে সকল স্টপেজের মধ্যে অন্যতম হলো কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বারসই, ডালখোলা, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরা। নতুন এই ট্রেনটিতে টপেজ কম থাকার কারণে অনেক কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারবেন যাত্রীরা।