New AC Trains: পুরো এসি নতুন দু’জোড়া ট্রেন পেল বাংলা, খরচ বন্দে ভারতের চেয়ে অনেক কম

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দিন ভারতীয় রেলে (Indian Railways) যাত্রীসংখ্যা বেড়ে চলেছে, যাত্রীসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে দরকার হচ্ছে নতুন নতুন ট্রেনের। এমন পরিস্থিতিতে রেলের তরফ থেকে সমস্ত দিক বিচার বিবেচনা করে নতুন দু’জোড়া এসি ট্রেন (New AC Trains) চালানোর সিদ্ধান্ত নিল। যে দু’জোড়া ট্রেন পশ্চিমবঙ্গের কলকাতা পর্যন্ত পরিষেবা দেবে। এই দু’জোড়া ট্রেনের ফলে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়া থেকে শুরু করে গুয়াহাটি, আগরতলা যাওয়া অনেক সহজ হবে।

Advertisements

ভারতীয় রেলের তরফ থেকে যে দু’জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই দু’জোড়া ট্রেন অবশ্য নতুন বললে ভুল হবে। কেননা এই দু’জোড়া ট্রেন আগে পরিষেবা দিত, কিন্তু পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই দুজোড়া ট্রেনকে পুনরায় চালু করছে রেল। যে দুজোড়া ট্রেনের কথা বলা হচ্ছে তাতে ১৬ টি এসি থ্রি টায়ার কামরা রয়েছে, আর দুটি লাগেজ কোচ থাকায় মোট কামরার সংখ্যা ১৮। তবে এই ট্রেনের সব কোচগুলি এসি হলেও কিন্তু তার ভাড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের তুলনায় কয়েকগুণ কম।

Advertisements

যে দুজোড়া ট্রেনের কথা বলা হচ্ছে সেই ট্রেন দুজোড়া হল গরিব রথ এক্সপ্রেস (Garib Rath Express)। দুজোড়া গরিব রথ এক্সপ্রেস ট্রেনের মধ্যে এক জোড়া পরিষেবা দেবে ত্রিপুরার আগরতলা থেকে কলকাতা এবং কলকাতা থেকে আগরতলা, অন্যদিকে আরেক জোড়া গরিব রথ এক্সপ্রেস পরিষেবা দেবে অসমের গুয়াহাটি থেকে কলকাতা এবং কলকাতা থেকে গুয়াহাটি। দুটি ট্রেনই যাত্রা পথে মালদা, নিউ জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে স্টপেজ দেবে।

Advertisements

আরও পড়ুন ? Monsoon Entered South Bengal: দক্ষিণবঙ্গে এলো বর্ষা, ঢুকলো কোন কোন জেলায়? এখনো ঢুকলো না এই ১০ জেলায়

১২৫০২ আগরতলা-কলকাতা গরিব রথ এক্সপ্রেস ট্রেনটি ৩ জুলাই থেকে পরিষেবা দেবে। প্রত্যেক বুধবার এই ট্রেনটি আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি আগরতলা থেকে ছাড়বে সকাল ৭:৩৫ মিনিটে। অন্যদিকে ১২৫০১ কলকাতা থেকে আগরতলা গরিব রথ ট্রেনটি ৭ জুলাই থেকে যাত্রা শুরু করবে। প্রতি রবিবার এই ট্রেনটি পরিষেবা দেবে। ট্রেনটি কলকাতা থেকে রওনা দেবে রাত ৯:৪০ মিনিটে।

অন্যদিকে ১২৫১৭ গরিব রথ এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে গুয়াহাটির জন্য যাত্রা শুরু করবে আগামী ৪ জুলাই থেকে। প্রতি বৃহস্পতিবার এই ট্রেনটি চলবে। কলকাতা থেকে গুয়াহাটি রওনা দেওয়ার সময় হল রাত ৯টা ৪০ মিনিট। ১২৫১৮ গুয়াহাটি থেকে কলকাতা গরিব রথ এক্সপ্রেস ট্রেনটি ৬ জুলাই থেকে যাত্রা শুরু করবে। ট্রেনটি প্রত্যেক শনিবার গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে।

Advertisements