Vande Bharat Sleeper: বাংলার ঝুলিতে দেওয়া হবে বন্দে ভারত স্লিপার, সাথে থাকবে নতুন স্টপেজও

Prosun Kanti Das

Published on:

Advertisements

Vande Bharat Sleeper: দেশের দ্রুতগামী ট্রেন হিসাবে পরিচিত বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে যাত্রীদের মধ্যে এই ট্রেনটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বন্দে ভারত এক্সপ্রেস এর জন্য রয়েছে সুখবর। শীঘ্রই এই ট্রেনটি পেতে চলেছে নতুন একটি স্টপেজ। যাত্রী সুবিধার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। নতুন স্টপেজটি হল জলপাইগুড়ি রোড স্টেশন। জলপাইগুড়ি রোড স্টেশনকে সম্পূর্ণ বদলে ফেলা হচ্ছে। ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় চলছে এই সংস্কারের কাজ। শুধুমাত্র স্টেশনে নয় অন্যান্য ক্ষেত্রেও নানারকম পরিবর্তন আনা হচ্ছে। জলপাইগুড়ি রোড স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ নিয়ে এরকমই সিদ্ধান্ত নিল রেল।

Advertisements

সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনের দ্বারা এই বিষয়টি প্রকাশ্যে এসেছে। প্রকাশিত খবর অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেস বাংলা থেকে একাধিক রুটে চলছে। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি রুটেও একটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। যা খবর পাওয়া যাচ্ছে তা অনুযায়ী, এই রুটে সম্ভবত বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) চলার সম্ভাবনা আছে।

Advertisements

যদি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper) একবার চালু হয় তাহলে স্টপ দেওয়া হতে পারে জলপাইগুড়ি রোড স্টেশনে। এমনটাই খবর প্রকাশিত হয়েছে। আবার আলোচনা করা হচ্ছে যে হয়তো জলপাইগুড়ি রোডের পরিবর্তে ধূপগুড়িতেও স্টপেজ দেওয়া হতে পারে। বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হতে পারে ভারতীয় রেলের পক্ষ থেকে।

Advertisements

আরো পড়ুন: বাড়বে ৭০০০ ট্রেন এবং তৈরি হবে অতিরিক্ত টিকিট কাউন্টার, রেলসূত্রে পাওয়া গেছে এই খবর

কোনরকম চূড়ান্ত সিদ্ধান্ত এই বিষয়ে এখন অব্দি নেওয়া হয়নি। সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছে এক রেল আধিকারিক যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। উত্তরপূর্ব সীমান্ত রেলের হাতে ইতিমধ্যে এই বিষয়ে যাবতীয় তথ্য রেল বোর্ডকে জানানো হয়েছে এমনটাই জানানো হয়েছে। এছাড়াও বন্দে ভারত ট্রেনগুলি (Vande Bharat Sleeper) যেসব স্টেশনের উপর দিয়ে ছুটে যায় সেখানকার পরিকাঠামো বিষয়ে রেল বোর্ড জানতে চায়, রেল আধিকারিক সেই তথ্য বিষয়ে আলোচনা করবেন।

আরো পড়ুন: রেলের অভিনব সিদ্ধান্ত, বিক্রি বন্ধ হলো প্ল্যাটফর্ম টিকিট

জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় বলেছেন যে, জলপাইগুড়িতে বন্দে ভারতের স্টপেজ (Vande Bharat Sleeper) দেওয়ার একটা দাবি রয়েছে এমনকি অনেক প্রস্তাবও পড়েছে। বিজেপি সাংসদ জানিয়েছেন রেল বিষয়টি সম্পর্কে ভাবনা চিন্তা করে একটি সিদ্ধান্তে উপনীত হবে। কিন্তু প্রকাশ্যে এই বিষয়টি নিয়ে কিছুই বলেনি ভারতীয় রেল।

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনের ভোল বদলে যাবে অমৃত ভারত স্কিমে। এই তালিকায় কিন্তু জায়গা করে নিয়েছে জলপাইগুড়ি টাউন স্টেশনও। জানা যাচ্ছে, স্টেশনের প্ল্যাটফর্ম আগের থেকে অনেক বড় হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। আর তা করা হচ্ছে দুদিকেই। বসার জায়গা থেকে শুরু করে লিফট সবকিছুর ক্ষেত্রেই আনা হবে বিরাট পরিবর্তন।

Advertisements