রাজ্যের নয়া প্রকল্প, মিসড কল বা এসএমএসেই মিলবে ৫০০০ টাকা

নিজস্ব প্রতিবেদন : লোকসভায় বঙ্গে বেড়েছে বিজেপি, তবে সদ্য সমাপ্ত হওয়া তিন বিধানসভার উপনির্বাচনে ভালো ফলের ফল স্বস্তির নিঃশ্বাস ফেলছে তৃণমূল। তাহলেও বিজেপি বা তৃণমূল সবার পাখির চোখ ২১-এর বিধানসভা। ২১-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জনসংযোগে জোড় দিয়েছেন। দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন ব্লক থেকে জেলাস্তরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নবান্নে রিপোর্ট পাঠাতে, যা ‘দিদিকে বলো’র মধ্য দিয়ে পথ চলা।

আর এবার আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আরও নতুন একটি প্রকল্পের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ‍্যের মহিলাদের স্বনির্ভর করার জন্য ‘জাগো’ নামে নতুন একটি প্রকল্পের সূচনা করলেন। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে এই প্রকল্পে এককালীন ৫ হাজার টাকা দেওয়া হবে। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য গোষ্ঠীর সদস্যদের কোনো সরকারি অফিসে ঘুরতে হবে না। একটা নম্বরে মিসড কল দিলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ৭৭৭৩০০৩০০৩ নম্বরে মিসড কল অথবা ‘JAAGO’ টাইপ করে মেসেজ পাঠালে অনুদানের বিষয়ে জানা যাবে। এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

রাজ্যের আরও বেশি মহিলাকে স্বনির্ভর করতে আরেকটি নতুন প্রকল্প চালু করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ‘জাগো’ নামে ওই প্রকল্পটির মাধ্যমে অন্তত এক কোটি মহিলা উপকৃত হবেন বলে দাবি রাজ্য সরকারের। আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল ‘জাগো’ প্রকল্পের কাজ।