পশ্চিমবঙ্গে কোন জেলায় কত করোনা রোগী, তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার

নিজস্ব প্রতিবেদন : বিশ্বের পাশাপাশি প্রতিনিয়ত আমাদের দেশেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। দেশের পাশাপাশি কমতি নেই রাজ্যেও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের করোনা রোগীর সংখ্যা পৌঁছে গেছে ১২৫৯ জনে। আর মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ তে। এখনো পর্যন্ত এরাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ২১৮ জন।

আর এই মোট করোনা রোগীর সংখ্যা কোন জেলায় কত সেই তালিকা অবশেষে প্রকাশ করল রাজ্য সরকার। করোনা রোগীর সংখ্যা ও মৃতের সংখ্যা নিয়ে প্রথম থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছিলেন বিরোধী দল নেতারা। এমনকি রাজ্যে আসা কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্য সরকারকে বারংবার এ নিয়ে চিঠি দেয়। তবে এর পরিপ্রেক্ষিতে সোমবার রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা সাংবাদিক বৈঠকে জানান, “এর আগে আমাদের কাছে সব জায়গা থেকে ঠিকঠাক রিপোর্ট আসছিল না। এখন সরকারি ও বেসরকারি সমস্ত ল্যাব থেকে সঠিক রিপোর্ট আসা শুরু করেছে। ফলে এখন আমরা আজ থেকে সমস্ত খুঁটিনাটি রিপোর্ট জানাতে পারবো করোনা সংক্রমণ নিয়ে।”

সোমবার সন্ধ্যা বেলায় রাজ্যের করোনা সংক্রমণ নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে রাজ্যে শুধু মোট সংক্রমণের সংখ্যা জানা গিয়েছে এমনটা নয়। পাশাপাশি এদিন স্পষ্টভাবে জানা গিয়েছে রাজ্যের কোন জেলায় কতজন করোনা রোগী অ্যাক্টিভ রয়েছেন। শুধু তাই নয় এছাড়াও জানা গিয়েছে কোন জেলা থেকে কত নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য। পাশাপাশি এই বুলেটিনে জানানো হয়েছে মৃত্যুর হার, কতজন হাসপাতালে ভর্তি সমস্ত কিছু। পাশাপাশি এই তালিকায় বীরভূম জেলার অরেঞ্জ জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী জেলাভিত্তিক করোনা রোগের তালিকা

  • আলিপুরদুয়ার – ০
  • কোচবিহার – ০
  • দার্জিলিং – ৬
  • কালিম্পং – ৭
  • জলপাইগুড়ি – ৫
  • উত্তর দিনাজপুর – ০
  • দক্ষিণ দিনাজপুর – ০
  • মালদা – ২
  • মুর্শিদাবাদ – ২
  • নদীয়া – ৮
  • বীরভূম – ৩
  • পুরুলিয়া – ০
  • বাঁকুড়া – ০
  • ঝাড়গ্রাম – ০
  • পশ্চিম মেদিনীপুর – ১৫
  • পূর্ব মেদিনীপুর – ৩৬
  • পূর্ব বর্ধমান – ৩
  • পশ্চিম বর্ধমান – ১০
  • হাওড়া – ২৪১
  • হুগলি – ৪১
  • উত্তর ২৪ পরগনা – ১৭৮
  • দক্ষিণ ২৪ পরগনা – ৩৩
  • কলকাতা – ৬৫৯
  • অন্যান্য – ১০