নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal Government) তরফ থেকে রাজ্যের প্রতিটি নাগরিকদের সুবিধার জন্য বছরের বিভিন্ন সময় নানান প্রকল্প চালু করা হয়ে থাকে। এই ধরনের প্রকল্প সবচেয়ে বেশি চালু হতে শুরু করে তৃণমূল সরকারের আসার পর। তৃণমূল সরকারের তরফ থেকে প্রায় ৫০-এর কাছাকাছি এমন প্রকল্প চালু করা হয়েছে। সেই সকল প্রকল্পের মধ্য দিয়ে সরাসরি আর্থিক সাহায্য থেকে শুরু করে নানান সুবিধা দেওয়া হয়।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে সকল প্রকল্প চালু করা হয়েছে সেই সকল প্রকল্পের মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলি হল লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি। এই সকল প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের কোটি কোটি মানুষ বিপুল সুবিধা পাচ্ছেন। আর এবার রাজ্য সরকারের তরফ থেকে আরও একটি প্রকল্প পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হল, যেটি মোটামুটি ৫ বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ৫ বছর ধরে বন্ধ থাকা যে প্রকল্পটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটিও আর্থিকভাবে সাহায্য করার মতো প্রকল্প। কেননা যারা এই প্রকল্পের দাবিদার এবং উপযুক্ত তারা প্রতি মাসে আর্থিক সাহায্য পাবেন। এই প্রকল্পের মধ্য দিয়ে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে। এই প্রকল্প বন্ধ থাকার ফলে গত পাঁচ বছর ধরে নতুন করে কেউ নাম নথিভুক্ত করতে পারছিলেন না। এবার এই প্রকল্প পুনরায় চালু করায় ফের নাম নথিভুক্ত করার সুযোগ তৈরি হচ্ছে।
পাঁচ বছর বন্ধ থাকার পর পুনরায় যে প্রকল্পটি চালু করার কথা বলা হচ্ছে সেই প্রকল্পটি হল লোকপ্রসার প্রকল্প (Lok Prasar Prakalpa)। রাজ্যের লোকশিল্পীদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে এই প্রকল্প চালু করা হয়েছিল ২০১৪ সালে। অর্থ এবং সামাজিক কথা মাথায় রেখে এই প্রকল্প চালু হলেও তিন বছর চলার পর অর্থাৎ ২০১৭ সালে তা বন্ধ করে দেওয়া হয়। তবে এবার এই প্রকল্প ফের চালু হতে পারে বলেই জানা গিয়েছে।
এই প্রকল্প যাতে চালু করা হয় তার জন্য রাজ্যের জেলাগুলির তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকদের কাছে একটি করে নির্দেশিকা পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে নাম নথিভূক্ত করার জন্য অডিশনের ব্যবস্থা করতে হবে এবং তারপর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। এই প্রকল্পের মধ্য দিয়ে ৬০ বছরের বেশি বয়সী লোকোশিল্পীদের প্রতি মাসে ১০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় এবং এর সঙ্গে সঙ্গে দেওয়া হয় সরকারি পরিচয় পত্র।