নিজস্ব প্রতিবেদন : রাজ্যের করোনা পরিস্থিতি প্রতিনিয়ত ভয়ঙ্কর রূপ নেওয়ার কারণে গত শুক্রবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যজুড়ে আংশিক লকডাউন জারি করার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক শনিবার সকাল থেকেই আংশিক লকডাউন কার্যকর করা শুরু হয়ে যায়। তবে আংশিক লকডাউনের প্রথম দিনেই পূর্বের নির্দেশিকায় বেশকিছু রদবদল করা হলো। আর সেই রদবদলের পর নয়া নির্দেশিকা জারি করা হলো শনিবার।
পূর্বের নির্দেশিকায় বলা হয়েছিল, কেবলমাত্র জরুরী পরিষেবা ছাড়া বাকি অন্যান্য দোকান এবং বাজার ঘাট খোলা থাকবে কেবলমাত্র সকাল ৭ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত এবং বিকাল ৩ টে থেকে ৫ টা পর্যন্ত। পাশাপাশি জানানো হয়, শপিংমল, সিনেমাহল, রেস্তরাঁ, পার্লার, সুইমিং পুল, জিম, বার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। এই সিদ্ধান্তের ক্ষেত্রে বেশ কিছু পরিষেবায় নতুন করে ছাড় দেওয়ার ঘোষণা করা হলো।
যেসকল পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সেগুলি হল, জরুরী পরিষেবা মতোই খোলা রাখা যাবে টেলিকম, বৈদ্যুতিন সরঞ্জাম, মুদিখানা, ট্রান্সপোর্ট, মিষ্টি, মাছ, মাংস, দুধ ইত্যাদির দোকান। অর্থাৎ এই সকল দোকানগুলি যেকোনো সময় খুলে রাখা যেতে পারে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে।
[aaroporuntag]
এর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নির্দেশিকায় জানিয়েছেন, বিয়ে বাড়ি অথবা কোন অনুষ্ঠান বাড়িতে সর্বোচ্চ ৫০ জনের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। অনুষ্ঠানের আয়োজন করার ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক এবং অন্যান্য সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক।