West Bengal tourism packages: টাকা দিলেই শান্তি! থাকা, খাওয়া, ঘোরা সব হবে নিশ্চিন্তে, ঝামেলামুক্ত প্যাকেজ আনল পরিবহন দপ্তর

West Bengal government brings 16 new tourism packages for tourist: সামনেই আসছে পুজোর ছুটি আর ছুটি মানেই তো ব্যাগপত্র গুছিয়ে দু’চার দিনের জন্য অচেনা অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়া। বেড়াতে যাওয়া বললেই কি আর যাওয়া হয় তাতে থাকে হাজারো ঝক্কি। টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল এবং গাড়ি বুকিংয়ের নানা ঝামেলা পোহাতে হয় মানুষকে। যদি আপনার অভিজ্ঞতা কম থাকে তাহলে এসব ঝামেলা আপনার কাছে চাপ মনে হবে। এই কারণে বহু মানুষ ট্যুর অপারেটরের কাছে দ্বারস্থ হন এবং বেছে নেন ‘প্যাকেজ ট্যুর’। ‘প্যাকেজ ট্যুর’-এ কোন-কোন জায়গা ঘুরে দেখবেন, কোথায় রাত কাটাবেন সবকিছু বিস্তারিতভাবে বর্ণনা করা থাকে। টিকিট থেকে হোটেল সবকিছুর দায়িত্ব ট্যুর অপারেটরদের। এতে আপনি নিশ্চিন্ত মনে ঘুরতে পারবেন। এই একই সুবিধা নিয়ে আসলো আমাদের রাজ্য সরকার (West Bengal tourism packages)।

বর্তমানে সাধারণ মানুষকে প্যাকেজ ট্যুরেও নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বেড়াতে গিয়ে বহু মানুষ নিশ্চিন্তে ঘুরতে তো পারেন না বরং তিক্ত অভিজ্ঞতা লাভ করেন। প্যাকেজ ট্যুরগুলিতে পরিষেবাও ভালো পাওয়া যায় না। তাই দায়িত্ব সহকারে কোমর বেঁধে ‘প্যাকেজ ট্যুর’ নিয়ে নামল রাজ্য পর্যটন দফতর। পর্যটন দফতরের উদ্যোগে ঘোরা থেকে শুরু করে থাকা-খাওয়ার যাবতীয় ব্যবস্থা আপনি পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ পর্যটন দফতর রাজ্যের পর্যটন সম্ভাবনাকে আরও কাজে লাগানোর জন্যই এই নতুন ব্যবস্থা চালু করেছে। এই প্যাকেজ ট্যুরে রাজ্যের ১৬টি ডেস্টিনেশন অন্তর্ভুক্ত রয়েছে (West Bengal tourism packages)। প্যাকেজগুলি বিভিন্ন ধরনের পর্যটকদের জন্য উপযুক্ত, যেমন পরিবার, দম্পতি এবং অ্যাডভেঞ্চারপ্রেমীরা।

এই ট্যুর প্যাকেজ প্রকাশ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর, রাজ্য পর্যটন দফতরের এক নতুন এবং অনবদ্য চিন্তাভাবনা। পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে সংস্কৃতি সবকিছু থাকবে এই ট্যুর প্যাকেজ (West Bengal tourism packages)। এই রাজ্যে রয়েছে প্রচুর ঐতিহ্যবাহী জায়গা এবং প্রাকৃতিক সৌন্দর্য না ভোলার মত। এসব জায়গা তো আছেই তার সাথে যুক্ত আছে কাছাকাছি সময় কাটানোর উইকএন্ড ডেস্টিনেশনও।

১৬টি ডেস্টিনেশনে ৬৫টি ট্যুর প্যাকেজ (West Bengal tourism packages) নিয়ে আপাতত এই প্রক্রিয়া চালাবে রাজ্য পর্যটন দফতর। এই রাজ্যে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত এত বৈচিত্র্য থাকলেও, ঘোরার জন্য সরকারি কোনও প্যাকেজের সুবিধা এতদিন পর্যন্ত ছিল না। তাই আশা করা হচ্ছে, এই প্যাকেজ ট্যুর পরিষেবা রাজ্যবাসীদের আনন্দ দিতে সক্ষম হবে। এমনকি ভিন্‌রাজ্য ও বিদেশি পর্যটকদের নজর কাড়বে এই নয়া পরিষেবা।

রাজ্য সরকারের ট্যুর প্যাকেজের মধ্যে থাকবে পাহাড়ে দুটি সার্কিট যেমন- দার্জিলিং ও কালিম্পং। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থাকবে বন্যপ্রাণের আওতায়। এছাড়াও পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য হেরিটেজ ট্যুর প্যাকেজের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, মালদহ, হাওড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, কোচবিহার ও কলকাতা। আপনি যদি প্রকৃতির কাছাকাছি বেড়াতে যেতে চান আপনাকে বেছে নিতে হবে পুরুলিয়া, ঝাড়গ্রামের প্যাকেজ। আর সমুদ্রসৈকতের মধ্যে থাকবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা। আপনি চাইলে উইকএন্ড ডেস্টিনেশন হিসেবে বেছে নিতে পারেন উত্তর ২৪ পরগনাকে। জেলাগুলোতে কিন্তু রিলিজিয়াস সার্কিট অর্থাৎ ধর্মীয় পর্যটন ক্ষেত্র আছে প্রায় একশোটির বেশি এবং চারশোরও বেশি ধর্মস্থানের ঠিকানা উল্লেখ করা হয়েছে। এই প্যাকেজ ট্যুরে পর্যটকদের জন্য থাকবে বিভিন্ন রকমের সুবিধা। এই রাজ্যের মানুষেরা, ভিন্‌রাজ্য ও বিদেশি পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।