১২ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে লকডাউন হচ্ছে না

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ঠেকাতে সাপ্তাহিক লকডাউন (Lockdown) জারি করে জুলাই মাস থেকে। আর এই সাপ্তাহিক লকডাউনের দিনক্ষণ হিসাবে সেপ্টেম্বর মাসে ঠিক করা হয় তিনটি দিন। যার মধ্যে গত ৭ই সেপ্টেম্বর ছিল একটি লকডাউনের দিন। অন্যদিকে বাকি দুটি দিন রয়েছে ১১ এবং ১২ই সেপ্টেম্বর।

Advertisements

Advertisements

তবে আগামী এই দুই লকডাউনের দিনের আগেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানালেন আগামী ১২ই সেপ্টেম্বর লকডাউন হচ্ছে না পশ্চিমবঙ্গে। NEET পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

Advertisements

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) টুইটারে লিখেছেন, “আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে পূর্ণ লকডাউন (Lockdown) হবে তা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু আগামী ১২ ই সেপ্টেম্বর NEET পরীক্ষা রয়েছে। আর পরীক্ষার আগের দিন যেন রাজ্যে লকডাউন তুলে নেওয়া হয় তার জন্য বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের থেকে আবেদন এসেছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হলো আগামী ১২ তারিখ লকডাউন (Lockdown) হবে না। তবে ১১ই সেপ্টেম্বর পূর্বঘোষণা মতোই লকডাউন হবে।”

১৩ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার রয়েছে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (NEET)। কিন্তু তার আগেই পরপর দু’দিন রাজ্যে লকডাউন (Lockdown) ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়ে ছিলেন এই পরীক্ষার পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা। দুশ্চিন্তার বাড়ছিল বিশেষ করে যাতায়াত নিয়ে। আর এর পরিপ্রেক্ষিতেই সমবেতভাবে এবং এককভাবে একগুচ্ছ আবেদন জমা পড়ে মুখ্যমন্ত্রী দপ্তরে যাতে করে পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেয় রাজ্য সরকার। আর এই আবেদনের পরিপ্রেক্ষিতে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

এর পাশাপাশি ১৩ই তারিখ পরীক্ষার দিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নোয়াপাড়া থেকে কবি সুভাষ মেট্রো (Metro) স্টেশনের মধ্যে ৩৩ জোড়া মেট্রোরেল (Metro Rail) চালাবে বলেও ঘোষণা করেছে কলকাতা মেট্রো রেল (Metro Rail) কর্তৃপক্ষ। এমনকি ওই দিন মেট্রোতে চড়ার ক্ষেত্রে টোকেনের কোনো বাধ্যবাধকতা থাকছে না। স্মার্ট কার্ড (Smart Card) থাকলে তা ব্যবহার করা যাবে, আর না থাকলে অ্যাডমিট (Admit Card) কার্ড দেখালে মেট্রো চলার জন্য পাশ দিয়ে দেওয়া হবে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে।

Advertisements