Swasthya Sathi Scheme Rules Changed: স্বাস্থ্যসাথীর নিয়মে মেগা বদল আনল রাজ্য, আর এই ৩ ভুল হলেই মিলবে না টাকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ২০১১ সালের পর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প (West Bengal Government Scheme) চালু করেছে। রাজ্য সরকারের তরফ থেকে যে সকল প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো স্বাস্থ্যসাথী (Swasthya Sathi Scheme)। এবার এই প্রকল্পের ক্ষেত্রে মেগা বদল (Swasthya Sathi Scheme Rules Changed) আনা হলো নিয়মে।

স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের যে সকল বাসিন্দা রয়েছেন তাদের প্রত্যেককে চিকিৎসার জন্য বীমা প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের অস্ত্রোপচার থেকে শুরু করে চিকিৎসায় পুরোপুরি ভাবে রাজ্য সরকার টাকা দেয়। এর জন্য রাজ্যের বাসিন্দাদের এক পয়সাও খরচ করতে হয় না। প্রথমদিকে এই প্রকল্প সীমিত কিছু মানুষদের জন্য থাকলেও ২০২১ সালে এই প্রকল্প সার্বজনীন করে দেওয়া হয়।

স্বাস্থ্যসাথী প্রকল্প সার্বজনীন হওয়ার পর রাজ্যের কোটি কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং পাচ্ছেন। তবে এরই সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পকে অনৈতিকভাবে কাজে লাগিয়ে কিছু বেসরকারি হাসপাতাল দিনের পর দিন নিজেদের মুনাফা লুটছে। সেই সকল অনৈতিক কাজ বন্ধ করার জন্য মাঝে মাঝেই রাজ্য স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যসাথী প্রকল্পের নিয়মে বদল এনে থাকে। ঠিক সেই রকমই এবারও নিয়মে বদল আনা হয়েছে এবং স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ৩টি ভুল করলেই প্রকল্পের টাকা পাওয়া যাবে না।

১) রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এবার কোন রোগী কোন বেসরকারি হাসপাতালে ১০ দিনের বেশি ভর্তি থাকলে আগে মেডিকেল অডিট হবে আর সেই মেডিকেল অডিট দেখার পরই প্রকল্পের আওতায় টাকা দেওয়া হবে ওই বেসরকারি হাসপাতালকে। মোট ২৫ জন চিকিৎসকের একটি দল এই অডিট করবেন। এমনকি স্বাস্থ্য দপ্তরের অনুমতি না নিয়ে কোনো রোগীকে ১০ দিনের বেশি রাখলে ওই হাসপাতাল এবং চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, নেওয়া হবে জরিমানা।

এমন পদক্ষেপ নেওয়ার পিছনে যে কারণ রয়েছে তা হলো, অনেক রোগী থাকেন যারা সর্দি-কাশি জ্বর ইত্যাদি নিয়ে বেসরকারি হাসপাতালে হন এবং তাদের বিভিন্ন কারণ দেখিয়ে দিনের পর দিন ভর্তি রেখে দেওয়া হয় আর বিল বাড়ানো হয়। এই পুরো বিলের টাকা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রাজ্য সরকারকে দিতে হয়।

আরও পড়ুন 👉 Refund Train Ticket Fare: ট্রেন লেট! রেলের থেকে টাকা ফেরত পেতে মেনে চলুন এই পদ্ধতি

২) কোন রোগী যদি নির্দিষ্ট কোন রোগের অস্ত্রোপচারের জন্য ভর্তি হন এবং ওই অস্ত্রোপচার ছাড়াও অন্য কোন অস্ত্রোপচার করা হলে কিন্তু আর টাকা পাওয়া যাবে না। ভর্তি হওয়ার সময় যে রোগের বিবরণ দেওয়া হবে কেবলমাত্র সেই অস্ত্রোপচারের জন্য টাকা দেবে রাজ্য সরকার। ভর্তি হওয়ার পর অন্য কোন কিছু ধরা পড়ে এবং তার জন্য অস্ত্রোপচার করা হলে কোনরকম অতিরিক্ত টাকা দেওয়া হবে না।

৩) স্ত্রীরোগ সংক্রান্ত অস্ত্রোপচারের ক্ষেত্রেও নিয়মে বদল আনা হয়েছে। কেননা বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে নানান অনিয়ম চলছে। একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে একটি নির্দিষ্ট রোগের অস্ত্রোপচারের জন্য ভর্তি হওয়া রোগীর অন্যান্য একাধিক শারীরিক সমস্যা চিহ্নিত হওয়ার পাশাপাশি সেগুলিও অস্ত্রোপ্রচার করা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকায়।