নিজস্ব প্রতিবেদন : বাঙালিদের একটি ছুটি এই বছর রবিবারের কারণে মিলছে না। ছুটিটি হল পয়লা বৈশাখ। এবার পয়লা বৈশাখ ১৪ এপ্রিল, আর সেই ১৪ এপ্রিল পড়েছে রবিবার। পয়লা বৈশাখ রবিবার পড়ার কারণে ছুটি মার গেলেও রাজ্য সরকারের তরফ থেকে বাড়তি ছুটি ঘোষণা করা হয়নি। যে কারণে অধিকাংশ সরকারি কর্মচারী, স্কুল-কলেজের পড়ুয়াদের মন খারাপ। তবে মন খারাপের দরকার নেই, কেননা পয়লা বৈশাখের ছুটি পুষিয়ে যাবে নতুন একটি ছুটির ঘোষণায় (WB Govt Holiday)।
এমনিতেই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্য সরকারি কর্মচারীরা একের পর এক ছুটি পাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে। ১০ এপ্রিল ও ১১ এপ্রিল ছুটি রয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ইদের জন্য। তবে এই সপ্তাহেই ১৪ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি মার যাচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে কোন বাড়তি ছুটি ঘোষণা না করার কারণেই পয়লা বৈশাখের ছুটি পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা।
তবে এসবের মধ্যেই এই বছর রাজ্য সরকারের তরফ থেকে এমন একটি ছুটি ঘোষণা করা হয়েছে যা এর আগে কোনদিন দেওয়া হয়নি। আর সেই ছুটিটি হল রামনবমীর ছুটি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই বছর প্রথম রামনবমীর ছুটি ঘোষণা করা হয়েছে। লোকসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এমন একটি ছুটির ঘোষণা করা হয়েছিল। সেই অনুযায়ী এবার রাজ্য সরকারি কর্মচারীরা একটি বাড়তি ছুটি পাবেন।
আরও পড়ুন ? MP and HS Result: মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট! নতুন আপডেট নিয়ে জোর জল্পনা
চলতি বছর রামনবমী পড়েছে আগামী ১৭ এপ্রিল। রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ এপ্রিল অর্থাৎ বুধবার রামনবমী উপলক্ষে ছুটি পাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীরা, বন্ধ থাকবে সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠান। ঐদিন বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্য সরকারের এমন ঘোষণায় স্বাভাবিকভাবেই পয়লা বৈশাখের ছুটি পুষিয়ে যাচ্ছে রামনবমীতে।
দেশের বেশ কিছু রাজ্য রয়েছে যে সকল রাজ্যের রামনবমীতে সরকারিভাবে ছুটি দেওয়া হয়ে থাকে। এরই পরিপ্রেক্ষিতে বিগত কয়েক বছর ধরেই বিজেপির তরফ থেকে রামনবমিতে ছুটির দাবি তোলা হচ্ছিল। তবে অন্যান্য বছর রাজ্য সরকার বিজেপির দাবি ভ্রূক্ষেপ না করলেও এই বছর লোকসভা ভোটের আগেই রামনবমীতে ছুটি দেওয়ার ঘোষণা করে।