নিজস্ব প্রতিবেদন : চলতি বছর করোনা আবহে সরকারি কাজে যেমন ডামাডোল দেখা দিয়েছে ঠিক তেমনি আবার ছুটির কাটছাঁট করেও সরকারি কর্মচারীদের কাজে লিপ্ত হতে হয়েছে। এমনকি জরুরী পরিষেবার সাথে যুক্ত সরকারি কর্মচারীরা এবছর সেভাবে ছুটির মুখ দেখতে পাননি। আর এই সমস্ত আক্ষেপকে দূর করার জন্য এবার রাজ্য সরকারের তরফ থেকে আগামী অর্থাৎ ২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ করা হলো। যে ছুটির তালিকা দেখলে স্বাভাবিকভাবেই খুশি হবেন সরকারি কর্মচারীরা।
সরকারি কর্মচারীদের খুশি করার মতো ছুটির তালিকা প্রকাশিত হলেও দেখা গিয়েছে দোলযাত্রা, মহাবীর জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং স্বাধীনতা দিবস রবিবার পড়ে যাওয়ায় এই সকল ছুটির দিনগুলি কমে গিয়েছে। পাশাপাশি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, শ্রমিক দিবস, মহাত্মা গান্ধীর জন্মদিন, বড়দিন পড়েছে শনিবার। সেক্ষেত্রে এই সকল দিনগুলিতেও ছুটির সংখ্যা কমেছে সরকারি কর্মচারীদের।
২০২১ সালের ছুটির তালিকা
জানুয়ারি : রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী জানুয়ারি মাসের ৪ দিন সরকারি ছুটি রয়েছে। যেদিনগুলি হল ১, ১২, ২৩ ও ২৬ তারিখ।
ফেব্রুয়ারি : ফেব্রুয়ারি মাসের সরকারি ছুটি দিয়েছে দুদিন। ১৬ এবং ১৭ তারিখ। ১৬ তারিখ সরস্বতী পুজো।
মার্চ : মার্চ মাসে রয়েছে দুদিন ছুটি। শিবরাত্রি উপলক্ষে ১১ তারিখ এবং হোলির জন্য ২৯ তারিখ।
এপ্রিল : এপ্রিল মাসে তিনটি সরকারি ছুটি রয়েছে। যেগুলি হল ২, ১৪, ১৫ তারিখ।
মে : মে মাসে মোট ৪ দিন সরকারি ছুটি রয়েছে। যেগুলি হল ১, ১৪, ১৫ ও ২৬ তারিখ। ইদুলফিতর উপলক্ষে অতিরিক্ত ছুটি পড়েছে ১৫ মে শনিবার।
জুন : জুন মাসে কোন সরকারি ছুটির দিন নেই।
জুলাই : ইদুজ্জোহার ছুটি রয়েছে ২১ জুলাই। রথযাত্রার ছুটি রয়েছে ১২ জুলাই সোমবার। ১৩ই জুলাই রয়েছে ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ছুটি (শুধুমাত্র দার্জিলিং এবং কার্শিয়াংয়ের জন্য।)
আগস্ট : মহরমের ছুটি রয়েছে ১৯ অগাস্ট। ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি থাকলেও তা পড়েছে রবিবার।
সেপ্টেম্বর : সেপ্টেম্বর মাসে কোন সরকারি ছুটি নেই।
অক্টোবর : গান্ধীজীর জন্মজয়ন্তী ২রা অক্টোবর পড়েছে শনিবার। মহালয়ার ছুটি রয়েছে ৬ অক্টোবর। দুর্গাপূজার ছুটি রয়েছে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। লক্ষী পূজোর ছুটি রয়েছে ২০ অক্টোবর। পুজোর ছুটি চলবে ১১ অক্টোবর থেকে ২২ শে অক্টোবর পর্যন্ত।
নভেম্বর : কালীপুজো ভাইফোঁটা ইত্যাদি নিয়ে নভেম্বর মাসে ছুটি রয়েছে ৪, ৫, ৬ তারিখ। পাশাপাশি ছট পুজো উপলক্ষে ছুটি রয়েছে ৯ ও ১০ নভেম্বর।
ডিসেম্বর : বড়দিনের ছুটি হয়েছে ২৫ শে ডিসেম্বর।
আর এই ছুটির তালিকা প্রকাশ করার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে বিরোধীদের ডাকা কোন বনধ থাকলেও সরকারি কর্মচারীদের সেই বনধের দিন অফিসে হাজির থাকাটা বাধ্যতামূলক। ছুটি নিয়ে সরকারি কর্মচারীদের প্রতি মমতা সরকার সদয় হলেও বনধ নিয়ে কড়া মনোভাব চিরকালই রয়েছে এই সরকারের।