Increments for WB Employees: পরের মাসেই ফের বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মচারীদের! DA-এর পর এবার এত শতাংশ ইনক্রিমেন্টের আশা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বছর ডিসেম্বর মাসের ২১ তারিখ ছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অন্যতম দিন। কেননা দীর্ঘ আন্দোলনের পর ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছিলেন। এরপর আবার ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে ফের ৪ শতাংশ ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা করা হয়। আর এই সব কিছু মিলিয়ে এখন রাজ্য সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ হারে DA পাচ্ছেন।

Advertisements

বর্ধিত ডিএ-এর হারে বেতন রাজ্য সরকারি কর্মচারীরা গত বৃহস্পতিবার হাতে পান। মাস শেষ হওয়ার একদিন আগেই বর্ধিত DA সহ বেতন দেওয়া হয় রাজ্য সরকারি কর্মচারীদের। মাস শেষ হওয়ার একদিন আগেই এইভাবে অ্যাকাউন্টে বেতনের আগমন রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই।

Advertisements

রাজ্য সরকারি কর্মচারীরা মে মাস শেষ হওয়ার একদিন আগেই বেতন পেলেও, ১৪ শতাংশ হারে DA পেলেও কিন্তু তাদের মধ্যে এখনো অনেক ক্ষোভ রয়ে গেছে। আর সেই সকল ক্ষোভের মধ্যে অন্যতম হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অন্ততপক্ষে ৩৬ শতাংশ ডিএ কম পাওয়া। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নয়, অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের সরকারি কর্মচারীদের থেকেও ৩৬ শতাংশ দিয়ে কম পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা।

Advertisements

আরও পড়ুন ? Lakshmir Bhandar: বাতিল লক্ষ্মীর ভাণ্ডার! মিলছে না টাকা, সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এই সকল মহিলাদের

ডিএ নিয়ে যখন রাজ্যজুড়ে এত আন্দোলন, বিক্ষোভ, এমনকি জল আদালতে গড়িয়েও যখন সমাধান সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধির বিষয়ে আরও একটি আশায় রয়েছেন। আর সেই আশাটি হল ইনক্রিমেন্ট (Increments for WB Employees)। প্রতিবছর জুলাই মাসে রাজ্য সরকারি কর্মচারীদের ইনক্রিমেন্ট হয়।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিবছর জুলাই মাসে যে ইনক্রিমেন্ট হয়ে থাকে তা হল বেসিক বেতনের ৩ শতাংশ। এক্ষেত্রে আগামী মাসে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন আরও কিছুটা বেড়ে যাবে বলেই আশা করা হচ্ছে। কেননা বেশি বেতনের ৩ শতাংশ ইনক্রিমেন্ট হলে যারা বেসিক বেতন হিসাবে ১৮০০০ টাকা পান তারা ৫৪০ টাকা বেশি পাবেন।

Advertisements