State GPF Interest: ফুলেফেঁপে উঠবে রাজ্য সরকারি কর্মচারীদের লক্ষ্মীর ভান্ডার, কেন্দ্রের মতোই বিজ্ঞপ্তি জারি রাজ্যের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : লোকসভা ভোট শুরু হওয়ার কয়েক মাস আগে থেকেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একের পর এক নতুন নতুন ঘোষণা করতে দেখা গিয়েছে সরকারদের। আর সেই ভোট শেষ হওয়ার পরও সরকারি কর্মচারীদের জন্য নতুন নতুন ঘোষণা আর সমাপ্তি ঘটছে না। সম্প্রতি একটি ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়, আর কেন্দ্রের সেই ঘোষণার পর আবার একই রকম ঘোষণা করতে দেখা গেল রাজ্য অর্থ দপ্তরকেও।

Advertisements

মূলত গত ১০ জুন কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে এই ধরনের যে সকল ক্ষেত্র রয়েছে সেগুলির সুদের হার ঘোষণা করা হয়। এপ্রিল, জুন এবং মে মাসের জন্য সুদের হার ঘোষণা করা হয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এমন ঘোষণার পর এবার ১৪ জুন রাজ্য সরকারি কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার (State GPF Interest) ঘোষণা করা হলো।

Advertisements

শুক্রবার রাজ্য সরকারি কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হারের বিষয়ে রাজ্য অর্থ দপ্তর যে ঘোষণা করেছে তাতে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ত্রৈমাসিকে ৭.১% সুদ দেওয়া হবে। নতুন সুদের হারের বিষয়ে রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরই রাইটার্স বিল্ডিংয়ের অর্থ দপ্তর থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত টাকার উপর সুদের হার ঘোষণা করা হলো। কেন্দ্র সরকারের মতোই রাজ্য সরকারের তরফ থেকেও সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের উপর ৭.১% সুদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisements

আরও পড়ুন ? Central Govt Life Insurance: দুম করে অ্যাকাউন্ট থেকে উধাও ৪৫৬ টাকা! জানা গেল আসল কারণ

কেন্দ্র ও অথবা রাজ্য, প্রত্যেক সরকারি কর্মচারীরা তাদের ভবিষ্যতের জন্য প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখেন। সরকারের তরফ থেকে যে টাকার উপর প্রত্যেক ত্রৈমাসিকে আলাদা আলাদা সুদের হার ধার্য করা হয়। অন্যান্য ক্ষেত্রে সেভিংস করার তুলনায় প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখলে প্রচুর পরিমাণে সুদ পাওয়া যায়। যে কারণে যেকোনো সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তাদের অবসর জীবনে বড় নিশ্চয়তা প্রদান করে থাকে।

কেন্দ্র সরকারের তরফ থেকে প্রভিডেন্ট ফান্ড ছাড়াও এই ধরনের অন্য যে সকল ক্ষেত্র রয়েছে সব ক্ষেত্রেই ৭.১% সুদ ধার্য করা হয়েছে। তবে কেন্দ্র সরকারের তরফ থেকে শেষ ১৬ ত্রৈমাসিকের পাশাপাশি ১৭ তম ত্রৈমাসিকেও সুদের হার ৭.১% রাখা হলো। অর্থাৎ কেন্দ্র সরকার ৫১ মাসে এই ধরনের ফান্ডের ক্ষেত্রে কোন রকম সুদের হার পরিবর্তন করল না।

Advertisements