নিজস্ব প্রতিবেদন : চাকরির জন্য রাজ্যের প্রত্যেক বেকার যুবক-যুবতীরা এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে ছুটে পায়ের চটি ক্ষয় করে ফেলছেন। তবে তার পরেও তাদের অধিকাংশদের দিনের পর দিন হতাশার মধ্যে কাটাতে হচ্ছে। চাকরি নেই, চাকরি নেই, শুনতে শুনতে তাদের অবস্থা এখন আরো খারাপ। এসবের মধ্যে আবার যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ আরও হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে চাকরিপ্রার্থীদের কাছে। তবে এসবের মধ্যেই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Government) চাকরির ঝাঁপি খুলল।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবার মাত্র কয়েক মিনিটের একটি অনুষ্ঠানে ২৬৪ জনের হাতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের চাকরির (WB Police Job) নিয়োগপত্র তুলে দেওয়া হল। যেখানে চাকরির জন্য এদিক-ওদিক ছোটাছুটি করতে হচ্ছে সেই জায়গায় মাত্র কয়েক মিনিটের অনুষ্ঠানে এইভাবে ২৬৪ জনের হাতে চাকরির নিয়োগ পত্র পৌঁছে যাওয়া ওই সকল চাকরি প্রার্থীদের কাছে এখন খুশির বাতাবরণ তৈরি করেছে।
লোকসভা ভোটের পার্ট চুকতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একদিকে যেমন চাকরির ঝাঁপি খুলে দেওয়া হয়েছে ঠিক সেই রকমই আবার ডেউচা পাঁচামি কয়লা শিল্প নিয়ে তোড়জোড় শুরু করা হয়েছে। গত ২১ জুন বীরভূমের জেলাশাসক হিসেবে পুনরায় বিধানচন্দ্র রায় নিজের দায়িত্ব বুঝে নেওয়ার পরই ডেউচা পাঁচামি কয়লা শিল্প নিয়ে আরও তোড়জোড় দেখা গেল। তার জেলাশাসক হিসেবে পুনরায় বীরভূমে প্রত্যাবর্তনের মাত্র কয়েক ঘন্টা কাটতে না কাটতেই গত বুধবার ২৬৪ জনের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল।
আরও পড়ুন ? প্যাকেজ বাড়লো ডেউচা পাচামি কয়লা খনির, মিলবে এত পরিমাণ বেশি ক্ষতিপূরণ
বুধবার বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে এই সকল চাকরি প্রার্থীদের চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়ার জন্য সিউড়ি ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যে অনুষ্ঠান মঞ্চ থেকেই ২৬৪ জনকে জুনিয়ার কনস্টেবলের নিয়োগপত্র দেওয়া হয়। এদিন যে ২৬৪ জন চাকরি পেয়েছেন তারা প্রত্যেকেই ডেউচা পাঁচামি কয়লা শিল্পের জন্য সরকারকে জমি দিয়েছেন। রাজ্য সরকারের জমি অধিক্রমণ নীতি অনুযায়ী তাদের হাতে চাকরি তুলে দেওয়া হল।
তবে এমন চাকরি এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। বুধবার ১২ ও ১৩ লটের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। এখনো পর্যন্ত বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে ১৪০০ জনকে চাকরির নিয়োগ পত্র দেওয়া হয়েছে বলে দাবি করেছেন জেলা শাসক বিধান রায়। আবার জমিদাতাদের পরিবারের অনেকেই রয়েছেন যারা কম বয়সী তাদের সরকারের তরফ থেকে প্রতি মাসে ভাতা দেওয়া হচ্ছে এবং তারা প্রাপ্তবয়স্ক হলেই তাদের হাতে চাকরি তুলে দেওয়া হবে। এদিনও কয়েকজন চাকরি পেয়েছেন যারা আগে ভাতা পেতেন এবং এখন চাকরি পেলেন। এর পাশাপাশি আগামী দিনে শতাধিক গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন জেলাশাসক।