নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Government) গত ১২ বছরে রাজ্যে একের পর এক প্রকল্প চালু করেছে। রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই সকল প্রকল্পগুলি মূলত রাজ্যের বাসিন্দাদের ব্যাপকভাবে সুবিধা প্রদান করছে। মূলত তৃণমূল সরকারের আসার পর এই সকল প্রকল্পের আবির্ভাব অনেক বেশি ভাবে হতে দেখা গিয়েছে। বর্তমানে যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পের মধ্যে জনপ্রিয়তার শিখরে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী ইত্যাদি। এর পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু প্রকল্প যেগুলির মধ্য দিয়ে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের উপযুক্ত নাগরিকদের নগদ দেওয়া হয়।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেমন রাজ্যের মহিলাদের ৫০০ টাকা অথবা ১০০০ টাকা করে দেওয়া হয়ে থাকে, ঠিক সেই রকমই রাজ্য সরকারের একটি প্রকল্প রয়েছে যাতে প্রতিমাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যাতে টাকা আরও সহজেই নাগরিকদের কাছে পৌঁছে যায় বা নাগরিকরা যাতে আরও সহজেই এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারেন তার জন্য নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রতিমাসে এক হাজার টাকা করে দেওয়ার যে প্রকল্পের কথা বলা হচ্ছে তার নাম হলো বার্ধক্য ভাতা (WB Old Age Pension Scheme)। পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পে যাতে সহজেই নাম নথিভুক্ত করা যায় এবং সহজেই যাতে টাকা পাওয়া যায় তার ব্যবস্থা করল রাজ্য সরকার। সরকারের এই যে প্রকল্পের কথা বলা হচ্ছে সেই প্রকল্প বয়স্ক ব্যক্তি অর্থাৎ ৬০ বছরের বেশি ব্যক্তিদের জন্য।
এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী ৬০ বছর হলে তবেই আবেদন করা যায়। তবে যারা শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম তাদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় দেওয়া হয়। অর্থাৎ এই ধরনের মানুষেরা ৫৫ বছর বয়স হলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্যদিকে এই প্রকল্পে নাম নথিভূক্ত করার ক্ষেত্রে মহিলা পুরুষের কোন ভেদাভেদ নেই।
পশ্চিমবঙ্গ বার্ধক্য ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করা যাতে অনেক সহজ হয় তার জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকে এর আবেদন পত্র বিলি এবং গ্রহণ করা শুরু হয়েছে। এছাড়াও এই প্রকল্পের নাম নথিভূক্ত করতে হলে স্থানীয় যে ভিডিও অফিস রয়েছে সেখানেও যোগাযোগ করা যেতে পারে।