করোনা বিধিনিষেধ বাড়লেও রাজ্য দিলো আরও ছাড়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণ ঠেকাতে আগামীকাল অর্থাৎ ৩১ জুলাই থেকে করোনা বিধিনিষেধের মেয়াদ আরও ১৬ দিন বাড়ালো রাজ্য সরকার। নতুন করে এই বিধিনিষেধ বাড়ানোর মেয়াদ শেষ হবে আগামী ১৫ আগস্ট। তবে এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলেও আরও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধিনিষেধের মেয়াদ ঘোষণার পর নতুন করে এই ছাদের ঘোষণা করা হলো রাজ্য সরকারের তরফ থেকে।

Advertisements

Advertisements

বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে খোলা যাবে সিনেমাহলগুলি। এই ছাড় পাওয়া যাবে ৩১ জুলাই থেকে। তবে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হলেও বেশ কিছু শর্ত জারি করা হয়েছে রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিতে।

Advertisements

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিনেমা হল খোলার পর ৫০ শতাংশের বেশি দর্শক সংখ্যা প্রবেশ করানো যাবে না। পাশাপাশি হল কর্তৃপক্ষ এবং দর্শক প্রত্যেককে কঠোরভাবে মানতে হবে কোভিড প্রটোকল। ব্যবহার করতে হবে মাস্ক এবং স্যানিটাইজার।

তবে রাজ্য সরকার নতুন ছাড় হিসাবে সিনেমা হল খোলা অনুমতি দিলেও এখনো পর্যন্ত লোকাল ট্রেন চলাচল নিয়ে কিছুই জানায়নি। আমজনতা থেকে রেল কর্তৃপক্ষ সকলের মধ্যেই আশা ছিল আগস্ট মাসে হয়তো লোকাল ট্রেন চলাচলের ক্ষেত্রে অনুমতি মিলতে পারে। কিন্তু এই অনুমতি না মেলায় আশাহত অনেকেই।

লোকাল ট্রেন চলাচলের অনুমতি প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো ঘোষণা না করার মূলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্য সরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই লোকাল ট্রেনের সাথে যেমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে গণপরিবহণ ঠিক তেমনই জড়িয়ে রয়েছে বহু মানুষের রুজি রোজগার।

Advertisements