WB Government New Project: DA থেকে কাজের গ্যারান্টি! মে মাস থেকে ৩ বড় ব্যবস্থা রাজ্য সরকারের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চলতি বছর যে রাজ্য বাজেট পেশ করা হয় সেই বাজেটে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া সেই সকল প্রতিশ্রুতির মধ্যে যেমন রয়েছে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে গ্রামীণ পুলিশদের বেতন বৃদ্ধি, সরকারি কর্মচারীদের ডিএ (DA) বৃদ্ধি, ঠিক সেই রকমই রয়েছে কাজের গ্যারান্টি। আর এসবের পরিপ্রেক্ষিতেই মে মাস থেকে ৩ বড় বন্দোবস্ত শুরু করে দিল রাজ্য সরকার।

এবার রাজ্যের বাজেটে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সকল প্রতিশ্রুতির মধ্যে এপ্রিল মাসে বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা বাড়ানো, সিভিক ভলেন্টিয়ারদের বেতন থেকে শুরু করে সুবিধা বৃদ্ধি ইত্যাদি। তবে যে সকল প্রতিশ্রুতি এখনো বাকি রয়েছে তার কাজ শুরু করে দিল রাজ্য সরকার। এসবের পরিপ্রেক্ষিতে নতুন একটি প্রকল্পেরও কাজ শুরু হয়ে গেল মে মাস থেকে।

১) মে মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেল। রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল। এর আগের ঘোষণায় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পড়ার পর রাজ্য সরকারি কর্মচারীরা ১০% ডিএ পেতেন। কিন্তু এবার আরও ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে তা বেড়ে দাঁড়ালো ১৪ শতাংশ। তবে এরপরেও কেন্দ্রের সঙ্গে ৩৬ শতাংশ ডিএ-র ফারাক থাকল রাজ্য সরকারি কর্মচারীদের।

আরও পড়ুন ? Samudra Sathi Prakalpa: লক্ষ্মীর ভান্ডার অতীত! এবার রাজ্যের এই প্রকল্পে মাসে মাসে ৫০০০ টাকা দিচ্ছে মমতা

২) মে মাসের ২ তারিখ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে। এই ফলাফল প্রকাশের পর যে সকল পড়ুয়ারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এবার স্মার্টফোন বা ট্যাবের ১০০০০ টাকার জন্য আবেদন করতে পারবেন। আগে এই সুযোগ ছিল কেবলমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য। কিন্তু এবার তা একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্যও দেওয়া হবে।

৩) ১০০ দিনের কাজের ক্ষেত্রে নানান ধরনের অভিযোগ থাকার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছিলেন নতুন প্রকল্প শুরু করার। সেই অনুযায়ী তা ঘোষণা হয় রাজ্য বাজেটে। আর এরই পরিপ্রেক্ষিতে মে মাস থেকে শুরু হতে চলেছে কর্মশ্রী প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্য সরকারের তরফ থেকে জব কার্ড হোল্ডারদের বছরে ৫০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হচ্ছে।