বাড়ল ছুটির সংখ্যা, ২০২৩ সালের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করল নবান্ন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর থেকেই রাজ্য সরকার বিভিন্ন ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা বৃদ্ধি করেছে। তবে দীপাবলি অর্থাৎ কালীপুজোর সময় সাইক্লোন সিত্রাং তৈরি হওয়ায় আগাম সর্তকতা হিসাবে বহু সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

Advertisements

ছুটি বাতিল হওয়ার কারণে বহু সরকারি কর্মচারীদের আগাম প্ল্যানিং ভেস্তে গিয়েছে। প্ল্যানিং ভেস্তে যাওয়াই সেই সকল সরকারি কর্মচারীদের মন খারাপ। এই মন খারাপ মুহূর্তে আবার রাজ্য সরকারের তরফ থেকে আগাম খুশির খবর দেওয়া হল রাজ্যের সরকারি কর্মচারীদের। ২০২৩ সালের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করার পরিপ্রেক্ষিতে এই খুশির খবর দেওয়া হয়েছে। কারণ আগামী বছর ছুটির সংখ্যা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।

Advertisements

এনআই অ্যাক্ট অনুসারে ২০২৩ সালে রাজ্যের সরকারি কর্মচারীরা মোট ২৫ টি ছুটি পাবেন। এছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত আরও ২১ টি ছুটি ঘোষণা করা হয়েছে। ২১টি অতিরিক্ত ছুটি ছাড়াও দুটি বিভাগের অতিরিক্ত ছুটি থাকছে বিশেষ সম্প্রদায়ের জন্য। অতিরিক্ত এই ছুটি রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে খুশির খবর বলেই মনে করা হচ্ছে।

Advertisements

আগামী বছর যে সকল দিনগুলিতে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটি দেওয়া হবে সেগুলি হল ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মজয়ন্তী, ২৩ তারিখ নেতাজি জন্মজয়ন্তী, ২৫ তারিখে সরস্বতী পুজো, ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস, ১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন, ৭ মার্চ দোলযাত্রা, ৮ মার্চ দোল যাত্রার পর দিন ছুটি, এপ্রিল মাসের ৭ তারিখে গুড ফ্রাইডে, ১৪ তারিখে আম্বেদকরের জন্মজয়ন্তী, ১৫ তারিখে বাংলা নববর্ষ এবং ২২ তারিখে ইদ উল ফিতর উপলক্ষে ছুটি থাকছে। এছাড়াও ইদের আগের দিন ছুটি দেওয়া হয়েছে।

এছাড়াও অন্যান্য ছুটির দিনগুলি হল ১ মে বুদ্ধ পূর্ণিমা এবং শ্রমিক দিবস, ৫ ও ৯ মে ছুটি, ২৯ জুন বকরি ইদ, ২৯ জুলাই মহরম, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী, ১৪ অক্টোবর মহালয়া, দুর্গাপূজা উপলক্ষে ১৮ তারিখ থেকে দশমী পর্যন্ত ছুটি থাকবে। দশমীর পর ২৫, ২৬ ও ২৭ তারিখ ছুটি থাকবে এবং ২৮ তারিখ লক্ষ্মীপুজোর ছুটি পড়েছে। কালীপুজোর পর ১৩ এবং ১৪ নভেম্বর ছুটি। ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে ছুটি। ১৬ নভেম্বর ভাইফোঁটার ছুটি। ছট পুজোর পরদিন ২০ নভেম্বর ছুটি। গুরু নানকের জন্মদিন উপলক্ষে ২৭ নভেম্বর ছুটি। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছুটি।

Advertisements