Salary Hike: ৬ হাজার টাকা বেতন বাড়িয়ে দিল রাজ্য, পুজোর মুখে হাসি ফুটল হাজার হাজার কর্মীদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজো হোক অথবা অন্য কোন উৎসব, উৎসবের মরশুম এলেই বিভিন্ন সংস্থা তাদের কর্মচারীদের জন্য উপহারের ডালি হাতে তুলে দেয়। আর এবার পুজোর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি (Salary Hike) করে হাসি ফোটালো হাজার হাজার কর্মীদের মুখে। এমন বেতন বৃদ্ধির ঘোষণা উৎসবের মরশুমে উপহারের ডালির থেকেও অনেক বেশি পাওয়া।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঠিক দুর্গাপুজোর আগে যে সকল কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়েছে তারা হলেন চুক্তিভিত্তিক কর্মী। চুক্তিভিত্তিক যে সকল কর্মীরা কন্যাশ্রী এবং রুপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত তাদের বেতন বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী কর্মীদের বেতন ৬০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। হিসেব অনুযায়ী বছরে ঐ সকল কর্মীরা ৭২ হাজার টাকা পর্যন্ত বেশি বেতন পাবেন।

Advertisements

যাদের বেতন বৃদ্ধি করা হয়েছে তারা হলেন তথ্যপ্রযুক্তি কর্মী, অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজার। কাজের অভিজ্ঞতা অনুযায়ী এই সকল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই দুই সরকারি প্রকল্পে নিযুক্ত চুক্তিভিত্তিক অ্যাকাউন্ট্যান্টরা এতদিন পর্যন্ত ১৫০০০ টাকা বেতন পেতেন। এবার তারা বেতন পাবেন ২১ হাজার টাকা। ডেটা এন্ট্রি অপারেটরদের বেতন ছিল ১১ হাজার টাকা, তারা এবার পাবেন ১৬০০০ টাকা। অন্যদিকে ডেটা ম্যানেজারদের বেতন ছিল ১২০০০ টাকা, তারা এখন পাবেন ১৬০০০ টাকা।

Advertisements

আরও পড়ুন : Supercomputer: কলকাতা পেল সুপার কম্পিউটার, সাহায্য করলেন স্বয়ং প্রধানমন্ত্রী

বেতন বৃদ্ধির পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণও বাড়ানোর ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। দুর্গাপুজোর আগে এই সকল চুক্তিভিত্তিক কর্মীদের জন্য দফায় দফায় ঘোষণা তাদের কপাল খুলতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। বেতন বৃদ্ধির পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ কতটা বাড়ানো হলো চলুন দেখে নেওয়া যাক।

অ্যাকাউন্ট্যান্টদের বার্ষিক বেতন প্রথম পাঁচ বছর ৮০০ টাকা করে বৃদ্ধি করা হবে। পাঁচ বছর পর বেতন হবে ২৬ হাজার টাকা। ১০ বছর পর বেতন বেড়ে দাঁড়াবে ৩২ হাজার টাকা এবং ১৫ বছর পর বেতন বেড়ে দাঁড়াবে ৪০ হাজার টাকা। এরপর বছরে ১২০০ টাকা করে বেতন বৃদ্ধি পাবে। ডেটা ম্যানেজারদের ক্ষেত্রে বর্তমানে ১৬ হাজার টাকা বেতন, ৫ বছর পর তা বেড়ে দাঁড়াবে ২০ হাজার টাকা, ১০ বছর পর বেড়ে হবে ২৫ হাজার টাকা, ১৫ বছর পর হবে ৩১ হাজার টাকা এবং তারপর থেকে এক হাজার টাকা করে বৃদ্ধি পাবে।

Advertisements