নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে সকল দাবী দাওয়া রয়েছে তার মধ্যে প্রধান দাবি দেওয়া হলো মহার্ঘ ভাতা (DA)। কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীদের তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা অনেক কম মহার্ঘ ভাতা পান। আর এই পার্থক্য দূর করার জন্যই দীর্ঘদিন ধরে তারা আন্দোলনে রয়েছেন।
তবে এসবের মধ্যেই গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দফায় ৪ শতাংশ এবং বাজেটে আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করে এখন মোট ১৪ শতাংশ ডিএ দিচ্ছে। তবে ৬ শতাংশ থেকে ১৪ শতাংশ মহার্ঘ ভাতা করেও ফারাক সেই ভাবে মেটানো যায়নি। এখনো কেন্দ্রের সঙ্গে ৩৬ শতাংশ মহার্ঘ ভাতার ফারাক রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের।
এদিকে সম্প্রতি মহার্ঘ ভাতা বৃদ্ধি করার পর পরই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তাদের রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির নিয়মে বদল (New Leave Rule WB) আনল। ছুটির যে নিয়মে বদল আনা হয়েছে সেই নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, নতুন এই নিয়ম রাজ্য সরকারি কর্মচারীদের মেনে চলা বাধ্যতামূলক। তাহলে চলুন দেখে নেওয়া যাক ছুটির কোন নিয়মে বদল আনল রাজ্য সরকার?
আসলে রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ হিজাবৎ ছুটি নেওয়ার ক্ষেত্রে অফলাইনে আবেদন করতেন। কিন্তু এবার নিয়মে বদল এনে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি নেওয়ার জন্য এবার অনলাইনে আবেদন করতে হবে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে সম্মতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন নিয়ম চলতি অর্থবর্ষ অর্থাৎ ১ এপ্রিল থেকে লাগু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি থেকে।
রাজ্য সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটির আবেদন জানানোর জন্য HRMS পোর্টাল চালু হয়ে গিয়েছে। সেই পোর্টালেই ছুটির জন্য আবেদন জানাতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। এমনকি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, ওই পোর্টালে কিভাবে আবেদন জানাতে হবে এবং কিভাবে আবেদন গ্রহণ করা হবে ইত্যাদি সমস্ত প্রক্রিয়া। রাজ্য সরকারি কর্মচারীরা তাদের কর্মজীবনে মোট ৩০০ দিন ছুটি পেয়ে থাকেন। এক্ষেত্রে অফলাইনে আবেদন জানিয়ে ছুটি নেওয়ার ক্ষেত্রে হিসেবে অনেক সময় গরমিল হতেও দেখা গিয়েছে। সেক্ষেত্রে অনলাইনে আবেদন সমস্ত সমস্যার সমাধান করে দেবে বলেই আশা করা হচ্ছে।