চালু হলো অনলাইনে ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ডের আবেদন, দেখে নিন পদ্ধতি

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card) সংক্রান্ত যাবতীয় আবেদন এবার অনলাইনে। ইতিমধ্যেই চালু হয়ে গেছে এই ব্যবস্থা। এযাবত অনলাইনে (Online) ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডের আবেদন করা যেত। অর্থাৎ অনলাইনে ১০ নম্বর ফর্ম ফিলাপের মাধ্যমে আবেদনকারীরা ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ড পেতেন। কিন্তু ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ডের আবেদন করতে হতো অফলাইনে। আর বর্তমানে এই আবেদন পদ্ধতিকে ত্বরান্বিত করার জন্য সমস্ত প্রক্রিয়াকে অনলাইনে এক ছাদের তলায় আনার সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য সরকারের তরফ থেকে।

Advertisements

Advertisements

অনলাইনে ভর্তুকিযুক্ত নতুন ডিজিটাল রেশন কার্ড আবেদন করার পদ্ধতি

Advertisements

অনলাইনে ভর্তুকিযুক্ত নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে আবেদনকারীকে যেতে হবে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে (https://wbpds.gov.in/)।

এরপর দ্বিতীয় ধাপে ‘CITIZEN’ বিকল্পটি বেছে নিতে হবে। সেখানে দু’নম্বর সাব ক্যাটাগরিতে থাকা ‘Apply for New Ration Card’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আবেদনকারীর মোবাইল নম্বর (Mobile Number) চাওয়া হবে। নির্দিষ্ট জায়গায় আবেদনকারীকে তার মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল নম্বর দেওয়ার পর আবেদনকারীর মোবাইল নাম্বারে একটা OTP আসবে। যে OTP নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর ‘proceed’ করতে হবে।

পরবর্তী পর্যায়ে আবেদনকারীকে আরও তিনটি ধাপ পূরণ করার পর আবেদন সম্পন্ন করতে পারবেন। প্রথম ধাপেই চাওয়া হবে আবেদনকারীর পরিবারের কোন সদস্যের ডিজিটাল রেশন কার্ড আছে কিনা। যদি থাকে তাহলে নতুন আবেদন প্রক্রিয়া থেকে বের হয়ে পরিবারের সদস্য যোগ করার ক্যাটাগরিতে আবেদনকারীকে যেতে হবে। আর যদি আবেদনকারীর পরিবারের কারোর ডিজিটাল রেশন কার্ড নেই অর্থাৎ সম্পূর্ণ নতুন ভাবে আবেদন করতে চাইছেন তাহলে ‘No’ ক্লিক করে পরবর্তী পর্যায়গুলি পূরণ করতে হবে।

এরপর আবেদনকারীর কাছে জানা হবে আবেদনকারী কেবলমাত্র পরিচয়পত্র হিসাবে ডিজিটাল রেশন কার্ড ব্যবহার করতে চাইছেন, নাকি ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রীর সুবিধা নিতে চাইছেন? আবেদনকারী ইচ্ছেমতো বিকল্প বেছে নিতে পারেন।

এর পরবর্তী পর্যায়েগুলিতে আবেদনকারীর বসবাসের জায়গা অর্থাৎ ‘Rural/Urban’ ইত্যাদি চাওয়া হবে।

এরপর চাওয়া হবে আবেদনকারীর বাড়িতে কি কি আছে বা নেই। যেমন গাড়ি, ফ্রীজ ইত্যাদি।

এগুলি পূরণ করার পর নিচের শর্তের জায়গায় টিক দিয়ে ‘Next’ বটনে ক্লিক করতে হবে।

আর এর পরবর্তী পর্যায়ে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে আবেদনকারী ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ডের জন্য যোগ্য নাকি তাকে ১০ নম্বর ফর্ম ফিলাপের মাধ্যমে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে।

যদি দেখা যায় কোন আবেদনকারী ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ডের জন্য যোগ্য নন তাহলে তাকে ডিজিটাল রেশন কার্ড পেতে হলে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডের আবেদন করতে হবে। আর যদি কেউ ভর্তুকিযুক্ত ডিজিটাল রেশন কার্ডের যোগ্য হন তাহলে তিনি আবেদনের জন্য পরবর্তী পর্যায়গুলি পূরণ করতে পারবেন। সেক্ষেত্রে তাকে আবেদনপত্রে জানানো তথ্যের ভিত্তিতে নথি জমা দিতে হবে।

তবে অনলাইনে এই ব্যবস্থাপনা চালু হলেও এখনো পর্যন্ত বেশ কিছু পদ্ধতি বাকি রয়েছে বলে জানা গিয়েছে খাদ্য দপ্তর সূত্রে। এখনো বেশ কিছু ফর্ম যেমন ৭ ইত্যাদি খুব দ্রুত অনলাইনে যুক্ত হতে চলেছে বলে জানা গেছে সূত্র মারফত। এমন কি খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিন কয়েকের মধ্যে ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া আসতে চলেছে অনলাইনে।

Advertisements