Free Reference Book Distribution: আসছে পশ্চিমবঙ্গ সরকারের আরো এক নতুন প্রকল্প, এবার বিনামূল্যে বিতরণ করা হবে সহায়িকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Free Reference Book Distribution: তৃণমূল শাসনে আসার পর থেকে একের পর এক নতুন প্রকল্প চালু করা হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে। সমস্ত প্রকল্পগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্পটি হল লক্ষ্মী ভান্ডার প্রকল্প। যেখানে প্রতিটি পরিবারের একজন করে মহিলা মাসিক ভাতা পেয়ে থাকেন। এর পাশাপাশি রয়েছে কন্যা শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য কন্যাশ্রী প্রকল্প, উচ্চশিক্ষা বা বিবাহের জন্য রূপশ্রী প্রকল্প, নবম শ্রেণী থেকে ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ এবং একাদশ শ্রেণীতে ট্যাব বিতরণ ইত্যাদি। এবার হয়তো চালু হতে চলেছে ফ্রিতে সহায়িকা বই বিতরণ প্রকল্প (Free Reference Book Distribution)।

Advertisements

অনেক আগেই রাজ্য সরকার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১ কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রন্থাগারগুলিতে পাঠ্য এবং রেফারেন্স বইগুলি উপলব্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল যাতে তারা বোর্ড পরীক্ষায় আরও ভাল ফলাফল নিশ্চিত করতে আরও রেফারেন্স বইয়ের (Free Reference Book Distribution) সহায়তা নিতে পারে।

Advertisements

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন যে, তারা পাঠ্য এবং রেফারেন্স বই দুটিই লাইব্রেরিতে রাখার সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে ১ কিলোমিটারের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা লাইব্রেরিতে পাওয়া যাবে সেই বইগুলির সাহায্য নিতে পারে। তবে বহু ছাত্র-ছাত্রীরা সময়ের অভাবে এখন লাইব্রেরীতে যেতে পারে না। এর ফলে তাদেরকে বাইরে দোকান থেকে রেফারেন্স বইগুলি কি এই চারশোরে ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে রেফারেন্স করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে নতে হয়। কিন্তু রেফারেন্স বইগুলির দাম অত্যন্ত বেশি ফলে অনেক ছাত্রছাত্রীরাই পিছিয়ে পড়ছে কম্পিটিশন থেকে।

Advertisements

আরও পড়ুন:West Bengal GovernmentWest Bengal Government: কন্যাশ্রী ও লক্ষ্মীর ভান্ডারের জন্য ১৬ দফা নির্দেশিকা, উপভোক্তাদের সতর্ক বার্তা

নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রেফারেন্স বই পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যবইয়ের বাইরের রেফারেন্স বই তাদের জ্ঞানভাণ্ডার বিস্তৃত করে, বিষয়ের গভীরতা বোঝায় এবং বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খোঁজার দক্ষতা বাড়ায়। পরীক্ষায় ভালো ফলাফল করার পাশাপাশি এই বইগুলো তাদের বিশ্লেষণী ক্ষমতা, ধারণার স্পষ্টতা এবং সৃজনশীলতা উন্নত করে। রেফারেন্স বইয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি সহজ হয়। এছাড়া, পাঠ্যবইয়ে সীমিত তথ্য থাকলেও রেফারেন্স বই বিস্তারিত আলোচনা এবং উদাহরণ দিয়ে বিষয়টি সহজবোধ্য করে তোলে। তাই, শিক্ষার্থীদের সুগভীর জ্ঞান অর্জনে রেফারেন্স বই অপরিহার্য।

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এবার নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য এক বিশেষ সুবিধার কথা ঘোষণা করলেন। তিনি এবার এই চার শ্রেণীর ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে সহায়িকা দেওয়ার (Free Reference Book Distribution) প্রতিশ্রুতি দিলেন। তিনি বলেছেন যে নবম থেকে দ্বাদশ ছাত্র-ছাত্রীরা যদি সরকারি লাইব্রেরিতে সহায়িকার জন্য আবেদন করে তবে তাদের কোন প্রকার অর্থ ছাড়াই সে বইগুলি দেওয়া হবে। এই ঘোষনা শুনে অসংখ্য ছাত্র-ছাত্রী উৎসাহিত। তার কারণ এবার তারা বিনা দ্বিধায় ভালো করে পড়ার সুযোগ পাবে।

Advertisements