Government New Rules: সরকারী কর্মচারীদের উপর বিশ্বাস উড়ল মমতার? জারি হল ব্যাপক কড়াকড়ি নিয়ম

Antara Nag

Published on:

West Bengal government issued new rules on government employees: সরকারি কর্মীদের উপর থেকে সম্পূর্ণ আস্থা হারাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ২ টি বৈঠকের আয়োজন করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা। কিন্তু কোন রকম সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশ করতে দেওয়া হয়নি সেই বৈঠকে। তবুও খুঁটিনাটি তথ্য প্রকাশ পেয়ে গেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে। এইখানেই শুরু হয়েছে খটকা। অভিযোগ উঠেছে নবান্নের কর্মীদের বিরুদ্ধে। তাই নতুনভাবে করাকরি নিয়ম (Government New Rules) চালু করা হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে।

নবান্নের কর্মীদের উপর খবর পাচার করার অভিযোগ উঠেছে। তাই প্রত্যেকটি দপ্তরের প্রতিটি বিভাগে নতুন করে সিসিটিভি লাগানোর ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। অর্থশাস্ত্র ও স্বরাষ্ট্র দপ্তরের উপরে সবথেকে বেশি কড়াকড়ি নিয়ম (Government New Rules) জারি করা হয়েছে। এখন থেকে এই সমস্ত দপ্তরে প্রবেশ করতে হলে মোবাইল বাইরে রেখে তবে প্রবেশ করতে হবে। সিসিটিভির মাধ্যমে এই দপ্তরগুলির যাবতীয় কাজকর্মের ওপর নজরদারি করা হবে। এবং সেই তথ্য সরাসরি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দপ্তরে। খবর পাচার এবং একই সাথে দুর্নীতি রূখতে এই পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত মঙ্গলবার রাজ্য সরকারের সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে ২ টি আলাদা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারকরাও। সেদিন মুখ্যমন্ত্রীর ক্ষোভের হাত থেকে রেহাই পাননি কেউ। প্রত্যেককে তাদের কাজের জন্য বকাবকি করা হয়। এই সমস্ত কিছুই ভিডিও আকারে, ছবি আকারে, লিখিত আকারে প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যমেও। আর এই তথ্য প্রকাশ্যে আসতেই আরো রেগে যান তিনি। তাই জন্যেই সিসিটিভি লাগানোর নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার (Government New Rules)।

আরও পড়ুন 👉 GTA vs Nabanna: ‘কোটি কোটি টাকা বাকি’! টাকা নিয়ে এবার নিজের চালে নিজেই ফাঁদে পড়ে গেলেন মমতা

বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন পুলিশ প্রশাসনের চোখের সামনে গরু পাচার, টাকা পাচার, কয়লা, বালি সবকিছু পাচার করা হচ্ছে বেআইনিভাবে। পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না কেন? রাজ্যের ক্ষুদ্র শিল্প সংক্রান্ত বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই বিভাগের পদকর্তাকে নিজের কাজ সম্পর্কে সতর্ক হওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। মুখমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন কৃষি বিভাগকেও তাদেরও নিজেদের কাজের ব্যাপারে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

মুখ্যমন্ত্রীর রোশের হাত থেকে বাদ যায়নি তথ্যপ্রযুক্তি বিভাগ এমনকি কারিগরি বিভাগও। পঞ্চায়েত সম্পর্কিত কর্মকাণ্ডের বিষয় পঞ্চায়েত প্রধানকেও অসন্তোষ দেখান মুখ্যমন্ত্রী। শ্রমমন্ত্রীর সাথে তো তিনি আলাদাভাবেও কথা বলেছেন বলে জানা গেছে। জানা গেছে শ্রম মন্ত্রীর কাজে একেবারে খুশি নন তিনি। এই সমস্ত খুঁটিনাটি খবর পাওয়া গেছে সংবাদমাধ্যমের মাধ্যমে। কিন্তু সংবাদমাধ্যমকে এই খবরগুলো পৌঁছালো কে? তা যাচাই করার জন্যই নতুন নিয়ম (Government New Rules) জারি করা হয়েছে নবান্নের বিভিন্ন দপ্তরের উপরে।