Karmashree Prakalpa: কেন্দ্রকে টেক্কা! বাংলায় চালু নতুন কার্ড! বছরে গ্যারান্টি মিলবে ১২৫০০ টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের দ্বন্দ্ব আজকের নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে এই দ্বন্দ্ব চলে আসছে। বছরের পর বছর ধরে কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে অথবা রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ তুলে আসছে আর সেইসবের কারণে বহু ক্ষেত্রেই সাধারণ নাগরিকরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

Advertisements

সদ্য সমাপ্ত হওয়ার লোকসভা নির্বাচনের আগে রাজ্য ও কেন্দ্রের মধ্যে মূলত যে দ্বন্দ্বটি মাথাচাড়া দিয়ে উঠেছিল সেটি হল ১০০ দিনের কাজ (100 Days Work)। রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা আটকে দেওয়ার অভিযোগ তোলা হয়। তবে কেন্দ্রের তরফ থেকে পাল্টা দাবি করা হয়, টাকা দিলেও হিসাব না দেওয়ার কারণেই এমন ঘটনা।

Advertisements

১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে যখন কেন্দ্র ও রাজ্য দ্বন্দ্ব চলছে, যখন রাজ্যের বহু মানুষ ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না, সেই সময় লোকসভা ভোটের আগে বিভিন্ন প্রশাসনিক বৈঠক ও রাজ্য বাজেটে রাজ্য সরকার একটি প্রকল্প চালু করার ঘোষণা করে, যে প্রকল্পটি হলো কর্মশ্রী প্রকল্প (Karmashree Prakalpa)। রাজ্য সরকার তাদের প্রতিশ্রুতি মতো এই প্রকল্পের কাজ শুরু করে দিল।

Advertisements

আরও পড়ুন ? School Reopen Issue: গরমের ছুটি শেষ, তবুও খোলা যাচ্ছে না স্কুল! জল গড়ালো হাইকোর্টে

রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই গত ৭ জুন পর্যন্ত ৩৮ হাজার জব কার্ড তৈরি করা হয়েছে। চলতি অর্থবর্ষে ৭৫ লক্ষ জব কার্ড তৈরি করার লক্ষ্যমাত্রা রয়েছে রাজ্যের। এই সকল জব কার্ড হোল্ডারদের রাজ্য সরকার নিজেদের ফান্ড থেকে ৫০ দিনের কাজ দেবে। যে ৫০ দিনের কাজ হবে একেবারেই নিশ্চিত। কেন্দ্র সরকার যেখানে ১০০ দিনের কাজের গ্যারান্টি দিয়েও ১০০ দিনের কাজ দিতে পারেনা বলে অভিযোগ, সেই জায়গায় রাজ্যের এই নতুন প্রকল্প গ্যারান্টি সহকারে ৫০ দিনের কাজ দেবে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গের জব কার্ড হোল্ডাররা ১০০ দিনের কাজের জন্য প্রতিদিনের কাজের ভিত্তিতে ২৫০ টাকা করে বেতন পেয়ে থাকেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ৫০ দিনের কাজের ক্ষেত্রেও ওই একই হারে টাকা দেওয়া হবে এবং ১০০ দিনের কাজের ক্ষেত্রে যে টাকা পাওয়া যেত সেই টাকায় পাওয়া যাবে। যদিও এখনো রাজ্য সরকারের তরফ থেকে কত টাকা করে দেওয়া হবে সেই বিষয়টি নিশ্চিত ভাবে বলা হয়নি, তবে অনুমান করা হচ্ছে প্রতি অর্থবর্ষে রাজ্য সরকারের এই প্রকল্প থেকে রাজ্যের জব কার্ড হোল্ডাররা অন্ততপক্ষে ১২৫০০ টাকা গ্যারান্টি সহকারে পাবেন।

Advertisements