WB Government Old Age Pension: লক্ষ্মীর ভান্ডার অতীত! এবার আরও এক প্রকল্প নিয়ে বড় ঘোষণা রাজ্যের, মিলবে প্রতিমাসে ১০০০ টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প (WB Government Scheme) চালু করা হয়ে থাকে। যে সকল সরকারি প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের কোটি কোটি উপভোক্তারা সরাসরি আর্থিক সাহায্য থেকে শুরু করে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। বছরের পর বছর ধরে রাজ্য সরকারের তরফ থেকে সুবিধা প্রদান করা হয়ে আসছে।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য যে সকল প্রকল্পের মধ্য দিয়ে সরাসরি অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়, এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার। এছাড়াও রয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প। তবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পকে অতীত করে এবার আরও একটি প্রকল্প নিয়ে বড় ঘোষণা হয়ে গেল।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে ঘোষণা হল বার্ধক্য ভাতা (WB Government Old Age Pension) নিয়ে। এই প্রকল্পের আওতায় ৬০ বছরের বেশি বয়সী রাজ্যের বাসিন্দাদের প্রতিমাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্প নিয়ে নতুন যে ঘোষণা করা হয়েছে সেই খবর শুনলে খুশিতে আত্মহারা হয়ে উঠবেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা।

Advertisements

আরও পড়ুন ? Krishak Bandhu Scheme Payment Date: জুন মাসে অ্যাকাউন্টে ঢুকবে হাজার হাজার টাকা! পাবেন রাজ্যের এইসব উপভোক্তারা

কেন্দ্রের থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজস্ব বাবদ কম করে দেড় লক্ষ কোটি টাকা পায়। এই বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকার কারণে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালানোর ক্ষেত্রে নানান ধরনের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে রাজ্যকে। তবে রাজ্য সেই সকল অসুবিধাকে দূরে সরিয়েও প্রকল্পগুলির সুবিধা প্রদানের ক্ষেত্রে কোন খামতি রাখছে না। আর এসবের মধ্যেই রাজ্য সরকার বার্ধক্য ভাতা নিয়ে খুশির খবর শোনালো।

রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নতুন করে ৫০০০০ উপভোক্তাকে যুক্ত করা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ২০ লক্ষ ১৫ হাজার উপভোক্তাদের প্রতিমাসে এক হাজার টাকা করে প্রদান করা হয়। নতুন করে ৫০ হাজার উপভোক্তা সংযুক্ত হওয়ার ফলে সংখ্যাটা দাঁড়াবে ২০ লক্ষ ৬৫ হাজার। রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য ২০২১ সালে টাকা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। এই প্রকল্পে যে সকল উপভোক্তারা টাকা পান তাদের ১ হাজার টাকার মধ্যে ৬০ থেকে ৮০ বছর বয়সী উপভোক্তাদের ২০০ টাকা এবং ৮০ বছরের ঊর্দ্ধের উপভোক্তাদের ৩০০ টাকা করে দেয় কেন্দ্র। বাকি টাকা দিয়ে থাকে রাজ্য সরকার।

Advertisements