লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার ২ লক্ষ টাকা নগদ! দারুণ উদ্যোগ রাজ্য সরকারের

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী, বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের (West Bengal State Government) তরফ থেকে। এই সকল সরকারি প্রকল্প (Government Scheme) সবচেয়ে বেশি চালু হয়েছে গত ১২ বছরে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ইতিমধ্যেই পাচ্ছেন রাজ্যের কোটি কোটি মানুষ। তবে এবার এই সকল সব প্রকল্পকে পিছনে ফেলে নতুন একটি প্রকল্প সবচেয়ে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেছে। কারণ এই প্রকল্পে ২ লক্ষ টাকা নগদ মিলবে সরকারের তরফ থেকে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের বিভিন্নভাবে সাহায্য এবং স্বনির্ভর করে তোলার জন্য নানান প্রকল্পের মধ্য দিয়ে আর্থিক সাহায্য থেকে ঋণ দেওয়া হয়। ঋণ যে সকল প্রকল্পের মধ্য দিয়ে দেওয়া হয় সেই ঋণের টাকা উপভোক্তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে শোধ করতে হয়। কিন্তু এবার যে প্রকল্প রাজ্য সরকার নিয়ে এসেছে তাতে টাকা শোধ করার মতো কোনো গল্প নেই। কেননা এই প্রকল্পের টাকা স্বজন হারাদের পরিবারকে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই যে প্রকল্প আনা হয়েছে তা পরিযায়ী শ্রমিকদের (Migrant labour) জন্য। আসন্ন দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পে নতুন এই প্রকল্পে নাম নথিভুক্ত করা যাবে। এমনিতেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে পরিযায়ী শ্রমিকদের ডেটাবেস তৈরি করার জন্য আলাদা করে অ্যাপ এবং পোর্টাল বানিয়ে রেখেছে। কিন্তু তার বাইরেও দুয়ারে সরকার ক্যাম্পে পরিযায়ী শ্রমিকরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

রাজ্য সরকার চাইছে, রাজ্যের যে সকল পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় কাজে যাচ্ছেন তাদের নাম নথিভূক্ত করে একটি ডেটা ব্যাংক তৈরি করা। কেননা এর ফলে যদি ওই পরিযায়ী শ্রমিক বাইরে কোথাও কাজে গিয়ে বিপদে পড়েন অথবা কোন অঘটন ঘটে যায় তাহলে তাদের এবং তাদের পরিবারদের আর্থিক থেকে অন্যান্য সমস্ত রকম সাহায্য সহজে করা যায়। এই প্রকল্প পরিযায়ী শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের অনেক সাহায্য করবে বলেই আশা করা হচ্ছে।

রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসকল পরিযায়ী শ্রমিকরা বাইরে অর্থাৎ ভিন রাজ্যে কাজে যাচ্ছেন এবং কোন কারণে প্রাণ হারালে তার পরিবারের সদস্যদের ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও কর্মক্ষেত্রে গিয়ে দুর্ঘটনায় যখন হয়ে কর্ম ক্ষমতা হারালে ওই পরিযায়ী শ্রমিককে এক লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও পরিযায়ী শ্রমিকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের বন্দোবস্ত করা হবে।