রাস্তায় বেরোলেই মুখে লাগাতে হবে মাস্ক, নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের পাশাপাশি রাজ্যেও প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনা সংক্রামিতদের সংখ্যা। আর এমত অবস্থায় রাজ্যকে বাঁচাতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে বারংবার নানান পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এবার আরও এক নির্দেশিকা জারি হল। নির্দেশিকা অনুসারে বলা হয়েছে, নাগরিকদের রাস্তায় বের হলেই মুখ, নাক ঢাকতে হবে, পরতে হবে মাস্ক।

Advertisements

Advertisements

মুখে মাস্ক লাগানোর বিষয়ে আগেই নির্দেশিকা জারি করেছিল দিল্লি ও ওড়িশা সরকার। আর এবার সেই একই পথে হাঁটল পশ্চিমবঙ্গ সরকারও। করোনা সংক্রমণ রুখতে মাস্ক বাধ্যতামূলক করা হলো। রবিবার রাজ্য সরকারের তরফ থেকে এই নয়া নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকায় বলা হয়েছে, মাস্ক না থাকলেও রুমাল বা অন্য কিছু ব্যবহার করেও থাকতে হবে নাক মুখ।

Advertisements

রবিবার সন্ধ্যায় কলকাতার সিপি অনুজ শর্মা ট্যুইট করে এই নির্দেশিকার বিষয়ে জানান। নির্দেশিকায় লেখা রয়েছে, “যেহেতু মুখ, নাক ঢাকা থাকলে করোনা ভাইরাসের সংক্রমণ আটকানো যায়, তাই প্রকাশ্য জায়গায় বেরোলে মুখ, নাক ঢাকা বাধ্যতামূলক। মাস্ক না থাকলে ওড়না, গামছা, রুমাল বাধা যেতে পারে।”

রাজ্যের বাসিন্দাদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও পড়শী রাজ্য ওড়িশার মত এই নির্দেশিকা অমান্য করলে কোনরকম জরিমানার কথা বলা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। ওড়িশায় সরকারি নির্দেশিকা অনুসারে মাস্ক ব্যবহার না করলে ২০০ টাকা থেকে ৫০০ টাকা জরিমানার কথা বলা হয়েছে। অন্যদিকে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বারবার জোর দিচ্ছেন। তিনিও জানিয়েছেন, হাতের কাছে থাকা রুমাল বা অন্য কোন কাপড় দিয়ে ঢাকা রাখতে হবে নাক মুখ। যাতে সংক্রমণ ঠেকানো যায়।

Advertisements