Pronam Smart Card: টিকিটে ছাড় থেকে চিকিৎসা! রাজ্যের এই কার্ডে ব্যাপক সুবিধা, পাচ্ছেন হাজার হাজার উপভোক্তা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য বছর ঘরে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়ে থাকে। যে সকল প্রকল্পের কোনোটি ক্ষুদেদের জন্য আবার কোনটি বয়স্কদের জন্য। রাজ্যে যে সকল প্রকল্প রয়েছে মূলত সেই সকল প্রকল্পের হাত ধরে ৮ থেকে ৮০ সকলেই কোনো না কোনো সুবিধা পেয়ে থাকেন। সেরকমই একটি প্রকল্প রয়েছে যার নাম হল প্রণাম (Pronam)।

Advertisements

প্রণাম নামে যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পটি রাজ্য সরকারের কলকাতা পুলিশ এবং একটি এনজিও সংস্থা দ্য বেঙ্গল যৌথভাবে চালায়। এই প্রকল্পের মধ্য দিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে তিলোত্তমার বেশ কিছু প্রবীণ নাগরিকদের এক ধরনের স্মার্ট কার্ড (Pronam Smart Card) দেওয়া হয়ে থাকে। যে স্মার্ট কার্ড প্রবীণ নাগরিকদের বিভিন্ন ক্ষেত্রে ছাড়ের পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে।

Advertisements

লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী সহ বিভিন্ন ধরনের যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পে যেমন রাজ্যের উপভোক্তাদের সরাসরি আর্থিকভাবে সাহায্য করা হয়ে থাকে, কিন্তু এই প্রকল্পে সরাসরি আর্থিক সাহায্যের কোন ব্যবস্থা নেই। তবে আর্থিক সাহায্য না থাকলেও এই প্রকল্পটি আর্থিক সাহায্যের থেকে অনেক বেশি সুবিধা দেওয়া হয়ে থাকে যা একজন উপভোক্তার জীবনযাপনে অনেক সহযোগিতা করে। কেননা এই প্রকল্প সেই সকল নাগরিকদের জন্য যারা সিনিয়র সিটিজেন এবং একা থাকেন। এই প্রকল্পের সঙ্গে যুক্ত দ্য বেঙ্গলের ওয়েবসাইট থেকে জানা যায়, ইতিমধ্যেই ১৪ হাজার ৮০০ জন এই প্রকল্পের আওতায় রয়েছেন এবং তারা বিভিন্ন ক্ষেত্রে সুবিধা পান।

Advertisements

আরও পড়ুন ? Make My Trip: ট্রেনের টিকিট বুকিংয়ে নয়া ফিচার আনল মেক মাই ট্রিপ! মিলবে দুর্দান্ত সুবিধা

কলকাতা পুলিশ ও দ্য বেঙ্গলের প্রণাম নামে যে প্রকল্প রয়েছে তাতে যাদের নাম রেজিস্ট্রেশন রয়েছে তারা হাসপাতালেই চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন, মেডিসিন চেইন থেকে শুরু করে ওষুধ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান। এছাড়াও রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও পরিষেবার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন। এছাড়াও এই প্রকল্পের আওতায় যারা রয়েছেন তারা যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন টিকিটে ছাড় পেয়ে থাকেন।

কলকাতা পুলিশের এই প্রকল্পে যে সকল নাগরিকরা না নথিভুক্ত করতে চান তাদের বাধ্যতামূলকভাবে ৬০ বছরের ঊর্ধ্বে অর্থাৎ সিনিয়র সিটিজেন হতে হবে। এছাড়াও একা থাকতে হবে অর্থাৎ যে সকল সিনিয়র সিটিজেনরা একা থাকেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্প এই মুহূর্তে কেবলমাত্র কলকাতা পুলিশ এলাকার অন্তর্ভুক্ত রয়েছে। যে কারণে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত সিনিয়র সিটিজেনরা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্প সম্পর্কে কোন রকম সাহায্যের প্রয়োজন হলে উপভোক্তারা ৯৪৭৭৯৫৫৫৫৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

Advertisements