নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে নতুন করে বাড়তে শুরু করেছে করোনাতঙ্ক। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। ইতিমধ্যে একাধিক রাজ্যের রাজ্য সরকার নাইট কার্ফু থেকে মিনি লকডাউনের পথ বেছে নিয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার করোনা নিয়ন্ত্রণের জন্য আগাম ১২ দফা ব্যবস্থা গ্রহণের পথে হাঁটতে চলেছে।
রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহে যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে সেজন্য রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার ও স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন। যেখানে বেশকিছু নির্দেশ দেওয়া হয় বলে জানা যাচ্ছে সূত্র মারফত সূত্র মারফত।
১) বাড়ির বাইরে বের হলে মাস্ক পরা এবং রাস্তাঘাটে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।
২) বিয়ে থেকে অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলি নিয়ম মেনে পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
৩) গণপরিবহনের ক্ষেত্রে কোভিড প্রটোকল মেনে চলতে হবে।
৪) রাজনৈতিক অনুষ্ঠান থেকে শোভাযাত্রা ইত্যাদির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানানো হয়েছে।
৫) ভ্যাকসিন বিতরণ প্রক্রিয়া আরও দ্রুত করতে হবে।
৬) বয়স্ক এবং কো-মর্বিডিটি থাকাদের বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।
৭) করোনা পরীক্ষা আরও বাড়ানোর কথা বলা হয়েছে এবং দ্রুত করোনা আক্রান্তদের চিহ্নিত করার কথা বলা হয়েছে।
৮) যে সকল এলাকায় আক্রান্ত ধরা পড়বেন সেই সকল এলাকা পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
৯) করোনা হাসপাতালগুলিতে পরিকাঠামো নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকে তার দিকে নজর রাখতে বলা হয়েছে।
১০) প্রতিটি জেলায় যাতে অ্যাম্বুলেন্স পরিষেবা সচল থাকে তার জন্য সব সময়ের জন্য হেল্পলাইন চালু করার কথা বলা হয়েছে।
১১) নির্বাচন প্রক্রিয়া যাতে কোভিড প্রোটোকল মেনে করা হয় তার দিকে নজর রাখতে বলা হয়েছে।
[aaroporuntag]
১২) চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের যাতে প্রয়োজন হলেই পাওয়া যায় তার ব্যবস্থা করতে বলা হয়েছে।