নিজস্ব প্রতিবেদন : রাজ্য আবগারি দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী নভেম্বর মাস থেকেই বিদেশী মদের ক্ষেত্রে ২২টি ভাগে নতুন দাম কার্যকর করা হচ্ছে। যে কারণে সূরা প্রেমীদের আগের তুলনায় অনেকটাই বেশি খরচ করতে হবে মদের পিছনে। আগে যেখানে ৭৫০ মিলিলিটার মদের পিছনে খরচ করতে হতো ৬৭০ টাকা, এখন তাতে খরচ করতে হবে ৯৮০ টাকা। অর্থাৎ বাড়তি খরচ ৩১০ টাকা। যদিও ১৮০ মিলিলিটার মদের বোতলের ক্ষেত্রে দামের কোন পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে।
তবে এসবের মাঝেই আবার জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের আগেই ২০ টাকা পাউচ হিসাবে মিলবে মদ। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে এই মদ বিদেশি মদ নয়, ২০ টাকার পাউচ প্যাকেট এই মদ মিলবে সম্পূর্ণ দেশী সরকারী মহুয়া মদ। নবান্ন ইতিমধ্যেই সস্তার এই দেশী মদ আনার জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে। আর ৭০ ডিগ্রির এই দেশী মদ ডিসেম্বরের আগেই বাজারে আসার সম্ভাবনা প্রবল। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে এই মদের কি নাম হবে তা ঠিক করেনি আবগারি দপ্তর।
প্রশ্ন, রাজ্য সরকারের তরফ থেকে কেন এমন উদ্যোগ নেওয়া হচ্ছে?
রাজ্যের আবগারি দপ্তর দীর্ঘদিন ধরে চোলাই মদের রমরমা রুখতে নানান উদ্যোগ নিচ্ছে। কিন্তু এতসব উদ্যোগ সত্ত্বেও চোলাই মদের রমরমা বাগে আসছে না। আর এই চোলাই মদের রমরমাকে বাগে আনতে আবগারি দপ্তরের থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে চোলাই মদের দামেই সরকারি মদ আনার।
বর্তমানে ৬০ ডিগ্রির দেশী মদের পিছনে সুরা প্রেমীদের খরচ করতে হয় ১০০ টাকা। অথচ এই টাকার অর্ধেক দামে সম পরিমাণ চোলাই মদ পেয়ে যান তারা। যে কারণে চোলাই মদের দিকে ঝুঁকে যেতে দেখা যাচ্ছে বহু মানুষকে। আর এই জায়গায় ধাক্কা দিতে রাজ্য আবগারি দপ্তর ৭০ ডিগ্রির ২০০ মিলিলিটার পাউজ ২০ টাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে।
রাজ্য আবগারি দফতরের এই পদক্ষেপের ফলে যদি খেটে খাওয়া মানুষদের সরকারি মদের দিকে টেনে আনা যায় তাহলে কমবে চোলাই মদের রমরমা, অন্যদিকে এর ফলে সরকারেরও মুনাফা বাড়বে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।