সস্তায় রেশন দোকানেই মিলবে পেঁয়াজ, ঘোষণা রাজ্যের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাজারে এখন পেঁয়াজ ১২০ -১৫০ টাকা কেজি। পেঁয়াজ কিনতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এমত অবস্থায় রাজ্য সরকারের তরফ ঘোষণা করা হলো, সোমবার থেকেই সস্তায় পেঁয়াজ দেওয়া হবে রেশন দোকানে। সরকারি বাজার সুফল বাংলার মতোই ৫৯ টাকা কেজি দরে দেওয়া হবে পেঁয়াজ, রবিবার এমনই জানালেন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার।

Advertisements

Advertisements

রাজ্যে আপাতত ৯৩৫টি রেশন দোকানে সস্তার পেঁয়াজ মিলবে গ্রাহকদের। পরিবার পিছু পাওয়া যাবে ১ কেজি করে পেঁয়াজ। এর আগে সরকারের তরফে বেশ কিছু দোকানের মাধ্যমে সস্তায় পেঁয়াজ দেওয়ার কথা ঘোষণা করলেও এবার রেশন দোকানের মাধ্যমেই সেই ব্যবস্থা করা হচ্ছে।

Advertisements

এদিন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানান, “এরাজ্যে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ এসেছে নাসিক থেকে। আগামীদিনে আরও পেঁয়াজ আসছে। কিন্তু তা হলেও এখনই খোলা বাজারে পেঁয়াজের দাম কমার আশা কম। তাই সরকারি উদ্যোগে রেশন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে কম দামে পেঁয়াজ পৌঁছে দেওয়া হবে। তবে সপ্তাহে পরিবার পিছু ১ কেজি করে সস্তায় পেঁয়াজ দেওয়া হবে।”

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সপ্তাহখানেক আগেই রাজ্য সরকার ৫৯ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি করা শুরু করে সুফল বাংলায়। কিন্তু তা দেখা যায় খুচরো বিক্রেতারাই সেই পেঁয়াজ কিনে বাজার ফাঁকা করে দিচ্ছে। ফলে সাধারণ মানুষরা সরকারি সুবিধার লাভ উঠাতে পারছিলেন না। তাই এবার সেই জায়গায় লাগাম টানতে এমন অভিনব উদ্যোগ রাজ্য সরকারের বলে জানা গেছে।

Advertisements