নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজোর সময় বিভিন্ন ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের গত কয়েক বছর ধরেই হাজার হাজার টাকা অনুদান দিয়ে আসছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Government)। এই বছর সেই টাকা বাড়িয়ে করা হয়েছে ৮৫ হাজার টাকা। সামনে বছর আবার সেই টাকা বেড়ে হবে ১ লক্ষ টাকা। তবে এখানেই শেষ নয়, এবার আর দিন কয়েকের অপেক্ষা শেষেই অ্যাকাউন্টে ১৫ হাজার টাকা করে পাঠাবে রাজ্য সরকার। কারা ওই টাকা পাবে দেখে নিন।
ক্লাবগুলিকে অনুদান (Club Allowances) দেওয়ার বিষয়ে রাজ্য সরকার এক সময় তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে লোকসভা ভোটের পর রাজ্য সরকারের তরফ থেকে সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে এবং এই বছর ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ। প্রশ্ন হল পুজোর জন্য ৮৫ হাজার টাকার অনুদানের পর আবার কিসের জন্য ১৫ হাজার টাকার অনুদান দেওয়া হবে?
২০১১ সালে রাজ্যে সরকারের পালা বদল হয়েছিল। সেই বছর তৃণমূল সরকার গঠন করার পর পরের বছর অর্থাৎ ২০১২ থেকে ক্লাবগুলিকে অনুদান দেওয়া শুরু হয়েছিল। প্রথম বছর দু’লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছিল এবং পরে তিন বছর এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়। পরে খরচের শংসাপত্র না দিলে অনুদান দেওয়া হবে না বলে জানানো হয়। আবার করোনাকালে এই অনুদান বন্ধ ছিল।
এরপর আবার গত বছর অর্থাৎ ২০২৩ সালে এই অনুদান বন্ধ করে দেওয়া হবে বলেই ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। তবে বছর ঘুরতে না ঘুরতেই সরকারের তরফ থেকে তাদের সিদ্ধান্ত বদল করা হলো এবং ২০২৪ সালে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। নতুন এই সিদ্ধান্তের ফলে আর দিন কয়েকের মধ্যেই রাজ্যের রেজিস্টার্ড ক্লাবগুলি ১৫ হাজার টাকা করে অনুদান পেয়ে যাবেন বলে খবর।
রাজ্য সরকারের তরফ থেকে প্রতিবছর ১৬ আগস্ট খেলা হবে দিবস পালন করা হয়ে আসছে ২০২১ সালের পর থেকে। ২০২১ সালে তৃতীয় বার সরকার গঠন করার পর ১৬ আগস্ট খেলা হবে দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, এই বছর যে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ওই দিনই রাজ্য ক্রীড়া দপ্তরের তরফে ক্লাব কর্তাদের হাতে তুলে দেওয়া হবে। যে টাকা ক্লাবের অ্যাকাউন্টে জমা হবে। এই টাকা দেওয়ার মূল উদ্দেশ্য হলো ছেলেমেয়েদের খেলাধুলায় উৎসাহিত করা।