লকডাউনকে ১০০ শতাংশ সফল করতে রাজ্যে আধাসেনার দাবি করলেন রাজ্যপাল

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বিভিন্ন এলাকায় লকডাউন সম্পূর্ণ ভাবে পালন হচ্ছে না। বিশেষ করে বিভিন্ন বাজার এলাকায় ভীড় জমাচ্ছেন সাধারণ মানুষ। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতেও জড়ো হতে দেখা যাচ্ছে নানান সম্প্রদায়ের মানুষজনকে। ফলে বাড়ছে বিপদের সম্ভবনা। এইসব স্বত্বেও অভিযোগ কড়া হাতে এর মোকাবিলা করতে দেখা যাচ্ছে না রাজ্যের পুলিশকে। যেখানে পাল্লা দিয়ে রাজ্যে প্রতিদিন বেড়ে চলেছে করোনা সংক্রামিত ব্যক্তির সংখ্যা।

Advertisements

Advertisements

প্রশ্ন উঠছে লকডাউন নিয়ে রাজ্য সরকারের এই ভূমিকায়। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছে রাজ্য সরকারকে। সেই চিঠিতে বিভিন্ন বাজার এলাকায় ঠিকমতো যাতে সামাজিক দূরত্ব বজায় রাখা হয় তা নিশ্চিত করতে রাজ্যকে কড়া হওয়ার বার্তা দেওয়া হয়।

Advertisements

রাজ্য সরকারের এই ভূমিকায় কেন্দ্রের সাথেই সরব হয়েছেন রাজ্যপাল। এবার আরও কড়া ভাষায় রাজ্যে লকডাউন ১০০ শতাংশ সফল করতে আধসেনা মোতায়েনের দাবি তুললেন তিনি। এর আগে রাজ্যপাল ধনকড়, রাজ্যের লকডাউন পরিস্থিতি দিনকে দিন খারাপ হওয়া প্রসঙ্গে কেন্দ্র সরকার যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেছে রাজ্য সরকার যাতে মনোযোগ দেয় তার আর্জিও জানিয়েছিলেন।

সেই সঙ্গে ট্যুইট করে লেখেন, রাজ্যে লকডাউন ঠিকমত মেনে না চলার জন্য যে কর্মীরা দায়ী থাকবেন তাদের চিহ্নিত করা হবে।

Advertisements