রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, টানা ১৬ দিনের ছুটি, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের সরকারি কর্মচারীদের এবার সুখবর দিল রাজ্য সরকার। দুর্গাপুজোয় এবার তাদের জন্য টানা ১৬ দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে। বাঙ্গালীদের সবথেকে বড় উৎসবে টানা এই ছুটিতে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে রাজ্যের সরকারি কর্মচারী মহলের অন্দরে।

Advertisements

গত বছর দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সেই ভাবে বাঙ্গালীদের এই সব থেকে বড় পুজো দুর্গা পুজোয় সেই ভাবে আনন্দ উপভোগ করা যায়নি। আনন্দ উপভোগের ক্ষেত্রে ছিল একাধিক বিধি নিষেধ। গত বছরের মতো এ বছরও করোনা সংক্রমণ রয়েছে, তবে এই বছর একাধিক ক্ষেত্রে আনন্দ উপভোগের সুযোগ রয়েছে। যদিও তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় সরকার এবং আদালত একাধিক বিধি-নিষেধ জারি করেছে।

Advertisements

সূত্র মারফত জানা যাচ্ছে আজ অর্থাৎ শুক্রবার ৮ অক্টোবর অফিস ছুটি হয়ে যাবে। এরপর অফিস খুলবে লক্ষ্মী পুজোর পর। খাতায়-কলমে অফিস ছুটি হচ্ছে ১১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। তবে শনি-রবিবার ধরে এই ছুটির সংখ্যাটা দাঁড়াচ্ছে ১৬ দিন, তাও আবার টানা।

Advertisements

বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব এই দুর্গাপূজার ক্ষেত্রে মহালয়ার সময় থেকেই দেবীপক্ষের সূচনা হয়ে যায়। তখন থেকেই আকাশে বাতাসে পুজোর গন্ধ ভাসতে শুরু করে। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বছরভর একঘেয়ামি কাজের পর পুজোর সময় তারা এই লম্বা ছুটি কাজে লাগিয়ে এখানে ওখানে ঘুরতে যান। যেকারণে চলতি বছর টানা এই ছুটি পেয়ে খুশি।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, দুর্গাপুজোয় প্যান্ডেলে গিয়ে পুষ্পাঞ্জলী দেওয়া অথবা সিন্ধুর খেলার ক্ষেত্রে নির্দিষ্ট শর্তসাপেক্ষে আদালত ছাড় দিয়েছে। অন্যদিকে বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিও সম্প্রতি স্বাভাবিক। এসবের পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে গত বছরের তুলনায় এই বছর কিছুটা হলেও বেশি শারদোৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন আপামর বাঙালি।

Advertisements