নিজস্ব প্রতিবেদন : ভোটের আগে ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়িত করতে শুরু করলেন তৃতীয়বারের জন্য রাজ্যের মসনদে বসেই। তৃতীয় সরকারের দ্বিতীয় দিনই তিনি রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করলেন। বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের তরফ থেকে এই বোনাস ঘোষণা করা হয়েছে। পাশাপাশি করোনাকালে অবসরপ্রাপ্তদের জন্য বোনাস ঘোষণা করা হয়েছে।
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ হাজার ৫০০ টাকা বোনাস দেওয়া হবে বলে জানানো হলো। অন্যদিকে অবসরপ্রাপ্ত রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ২৫০০ টাকা বোনাস দেওয়ার কথা জানানো হলো। বোনাস দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আলাদা আলাদা দুটি শর্ত দেওয়া হয়েছে।
শর্ত অনুযায়ী এই বোনাস সেই সকল রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন যাদের মাসিক বেতন ৩৬ হাজার টাকা অথবা তার কম। অন্যদিকে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরা এই বোনাস পাবেন যাদের মাসিক পেনশনের পরিমাণ ৩১ হাজার টাকার নিচে। এই বোনাস দেওয়া হবে এককালীন এবং উৎসব বোনাস হিসাবে। পুজোর মাসের আগেই কর্মচারীদের অ্যাকাউন্টে এই বোনাস ঢুকে যাবে।
[aaroporuntag]
এর পাশাপাশি অগ্রিম মাইনে নেওয়ার ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে যে সকল রাজ্য সরকারি কর্মচারীদের বেতন মাসে ৩৬ হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে সেই সকল কর্মচারীরা ১২ হাজার টাকা পর্যন্ত অগ্রিম বেতন নিতে পারবেন। এই অগ্রিম বেতন উৎসব অগ্রিম বেতন হিসেবে দেওয়া হবে।