অক্টোবরে রাজ্যে জারি হলো করোনার নয়া বিধিনিষেধ, চলবে মাসের শেষ পর্যন্ত

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণ এখনো প্রায় একই রকম ভাবেই বজায় রয়েছে রাজ্যে। এমত অবস্থায় কোনভাবেই একে ঢিলেঢালা ভাবে নেওয়া যাবে না। ঢিলেঢালা মনোভাবই সংক্রমণের তৃতীয় ঝড় নিয়ে আসতে পারে। বিশেষজ্ঞরা বারংবার এমন মতামত পোষণ করছেন।

Advertisements

এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে করোনা সংক্রান্ত যে বিধি-নিষেধ জারি করা হয়েছিল তা আরও এক মাস বাড়ানো হলো। অর্থাৎ গোটা অক্টোবর মাস জুড়েই চলবে সেই বিধি-নিষেধ। ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নয়া বিধি নিষেধ জারি করল রাজ্য সরকার।

Advertisements

বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বাড়ানো হলো করোনা বিধি-নিষেধের সময়সীমা। এই বিধি-নিষেধ চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এই বিধি-নিষেধ অনুযায়ী রাত্রি ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। পাশাপাশি অন্যান্য যেসকল স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল সেগুলি বজায় থাকবে।

Advertisements

তবে এই বিধি-নিষেধ বাড়ানো হলেও পুজোর সময় ছাড় দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ছাড় দেওয়া হয়েছে নাইট কার্ফুর ক্ষেত্রে। পুজোর সময় ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত থাকবে না কোন নাইট কার্ফু। অর্থাৎ এই সময়ে রাতে ঠাকুর দেখা যাবে।

তবে ঠাকুর দেখার ক্ষেত্রে মেনে চলতে হবে সমস্ত রকম স্বাস্থ্যবিধি। ফেস মাস্ক, স্যানিটাইজার এবং দূরত্ব বিধি মেনেই দেখতে হবে ঠাকুর। অন্যদিকে পুজো মণ্ডপগুলি গত বছরের মতোই খোলামেলা হবে। যাতে মানুষ দূর থেকেই প্রতিমা দর্শন করতে পারেন এবং ভিড় কম হয়।

রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় দুর্গাপূজার সময় নাইট কার্ফুর ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও লোকাল ট্রেন চলাচল করা নিয়ে কোনো কিছুই উল্লেখ করা হয়নি এই নির্দেশিকায়। যারপরেই মনে করা হচ্ছে, রাজ্যে লোকাল ট্রেন চলাচল অক্টোবর মাসেও অসম্ভব নয়।

Advertisements