অনলাইনেই পেয়ে যান কোভিড হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীর খবরাখবর

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পরিবারের কোনো সদস্য করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে চিন্তার শেষ থাকে না পরিবারের অন্যান্য সদস্যদের। কারণ করোনা আক্রান্ত রোগীর সাথে হাসপাতালে গিয়ে দেখা করার, খবরাখবর নেওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি কোভিড হাসপাতাল মোবাইল ব্যবহার নিয়েও রয়েছে নিষেধাজ্ঞা। তবে এবার এই সকল দুশ্চিন্তার কথা ভেবে রাজ্য সরকারের তরফ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যে উদ্যোগের মাধ্যমে এখন থেকে পরিবারের কোনো সদস্য করোনা আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হলে তার খবরাখবর পাওয়া যাবে অনলাইনেই।

Advertisements

Advertisements

সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে অনলাইনে করোনা আক্রান্ত রোগীর খবরা-খবর দেওয়া সংক্রান্ত যে পরিষেবা নিয়ে আসা হয়েছে তার নাম দেওয়া হয়েছে পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেম আগেই চালু করার কথা ছিল রাজ্য সরকারের, তবে তা গত সোমবার থেকে পুরোদমে শুরু হয়ে গেছে। গতকাল এই পরিষেবার সূচনা সম্পর্কে জানান রাজ্যের মুখ্য সচিব রাজিব সিংহ।

Advertisements

কিভাবে অনলাইনে করোনা আক্রান্ত রোগীর খবরা-খবর পাওয়া যাবে?

পরিবারের কোনো সদস্য করোনা আক্রান্ত হয়ে কোভিড হাসপাতালে ভর্তি হলে তার স্বাস্থ্য সম্পর্কিত খবরাখবর পাওয়ার জন্য তার পরিবারের সদস্যদের রাজ্য সরকারের পেশেন্ট ম্যানেজমেন্ট অফিশিয়াল ওয়েবসাইট http://cpms.wbhealth.gov.in:8003/PatientStatusForPublic.aspx -এ যেতে হবে।

লিঙ্কে ক্লিক করে পেজটি খোলার পর একটি মোবাইল নম্বর চাওয়া হবে। নির্দিষ্ট জায়গায় সেই মোবাইল নম্বরটি দিতে হবে যেটি রোগীকে ভর্তি করার সময় হাসপাতালে দেওয়া হয়েছিল।

মোবাইল নম্বর দেওয়ার পর ‘Get OTP’ বিকল্পে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার সাথে সাথে হাসপাতালে ভর্তি হওয়ার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল সেই মোবাইল নম্বরে একটি OTP চলে আসবে। এরপর সেই OTP নির্দিষ্ট জায়গায় দিয়ে ‘SUBMIT’ করলেই অনলাইনে করোনা আক্রান্ত রোগীর শারীরিক পরিস্থিতি সম্পর্কে খবরা খবর পাওয়া যাবে।

বর্তমানে অনলাইনে এই পেশেন্ট ম্যানেজমেন্ট পরিষেবা চালু হয়েছে এমআর বাঙুর, মেডিক্যাল কলেজ-সহ কলকাতার তিনটি কোভিড হাসপাতালে। তবে রাজ্যের মুখ্যসচিব রাজিব সিংহ জানিয়েছেন, আগামী ৭ দিনের মধ্যে রাজ্যের ৮৪টি কোভিড হাসপাতালেই এই পরিষেবার চালু করে দেওয়া সম্ভব হবে।

Advertisements