নিজস্ব প্রতিবেদন : রেশন কার্ড প্রতিটি নাগরিকের কাছে গুরুত্বপূর্ণ নথি। বিশেষ করে এই করোনাকালে এই রেশন কার্ড দেশের লক্ষ লক্ষ মানুষের অন্নসংস্থানের উপায় হয়ে দাঁড়িয়েছে। তবে আগামী দিনে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক হতে চলেছে। এই লিঙ্ক না থাকলে বহু ক্ষেত্রেই সুবিধা থেকে বঞ্চিত হবেন উপভোক্তারা।
কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার উপর জোর দেওয়া হচ্ছে। রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক হলে দুর্নীতি অনেকটাই রুখে দেওয়া সম্ভব। তবে এসবের পরেও এখনো অজস্র গ্রাহকদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক নেই। এই পরিস্থিতিতে যাতে উপভোক্তাদের কোনরকম অসুবিধার সম্মুখিন না হতে হয় তার জন্য নতুন একটি প্রকল্প আনলো রাজ্য সরকার।
দুয়ারে সরকার, দুয়ারের রেশনের পর এবার রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য বাড়ি বাড়ি পৌঁছে যাবে খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। রাজ্য খাদ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী আগস্ট মাস থেকেই রেশনে খাদ্য সামগ্রী তুলতে হলে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক।
রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য একাধিক উপায় রয়েছে। যেমন অনলাইন। সেখানে না হলে বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই লিঙ্ক করা যেতে পারে। এছাড়াও লিঙ্ক করা যেতে পারে রেশন ডিলারের কাছে অথবা নিকটবর্তী খাদ্য দপ্তরের অফিসে। আর এসবের বাইরেও ওয়েবার বাড়ি বাড়ি গিয়ে এই লিঙ্ক করার কাজ করানো হবে।
রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করা না থাকলে আগামী দিনে যেমন রেশন সামগ্রী তোলা যাবে না ঠিক তেমনি আবার এই লিঙ্ক করা থাকলে রাজ্যের যেকোন জায়গা থেকে রেশন সামগ্রী তুলতে পারবেন উপভোক্তারা। পাশাপাশি এই লিঙ্ক করা থাকলে উপভোক্তারা তাদের মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে পারবেন প্রতি মাসে তাদের জন্য কত পরিমাণ খাদ্য সামগ্রী বরাদ্দ রয়েছে।