শপিংমল থেকে সিনেমা হল, বন্ধ ঘোষণা রাজ্য সরকারের, রইলো তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভোটের মাঝে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা জাগছিল লকডাউন নিয়ে। আর ভোট শেষ হতে তাই যেন বাস্তবায়িত হলো। করোনা রুখতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শুক্রবার নতুন একটি নির্দেশিকা জারি করা হলো। যা এক প্রকার আংশিক লকডাউন।

Advertisements

Advertisements

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে শুক্রবার নয়া নির্দেশিকা যে সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে শপিংমল, সিনেমা হল ইত্যাদি। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

Advertisements

১) নির্দেশিকায় জানানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য শপিংমল, কমপ্লেক্স, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা, সুইমিং পুল বন্ধ থাকবে। তবে অনলাইন ডেলিভারি অথবা পরিষেবার অনুমতি দেওয়া হয়েছে।

২) সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক, এবং বিনোদন সংক্রান্ত জমায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করলো সরকার।

৩) বাজার অথবা হাট খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা এবং দুপুর ৩টে থেকে বিকাল ৫টা পর্যন্ত।

[aaroporuntag]
৪) খোলা থাকবে সমস্ত রকম জরুরী পরিষেবা দোকান এবং পরিষেবা প্রদান কেন্দ্র। যেমন মেডিকেল শপ, মেডিকেল সংক্রান্ত পরিষেবা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান যেমন গ্রোসারি শপ।

Advertisements