রাজ্যে নতুন করে একটি বিমানবন্দর তৈরীর পরিকল্পনা, যা হবে দ্বিতীয় বৃহত্তম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর বলতে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর। তবে এই বিমানবন্দরের আদলেই আরও একটি বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা গ্রহণ করল রাজ্য সরকার। এই বিমানবন্দরটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হিসেবে তৈরি হবে বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তৈরি করার জন্য জমির খোঁজ শুরু করেছে রাজ্য।

Advertisements

পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তৈরি করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনকে জমি খোঁজার নির্দেশ দিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসককে একটি চিঠি দিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য।

Advertisements

নতুন এই যে বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাতে অন্ততপক্ষে তিন কিলোমিটার রানওয়ে থাকবে বলে জানা যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে এলাকা খোঁজা এবং জমি খোঁজার কাজও শুরু হয়েছে। রাজ্যে এই মুহূর্তে যে সকল বিমানবন্দর রয়েছে তার মধ্যে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়া বৃহত্তম বিমানবন্দর উত্তরবঙ্গের বাগডোগরা।

Advertisements

উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর বহুল ব্যবহৃত হলেও এই বিমানবন্দর আকার আয়তনে কলকাতার দমদম বিমানবন্দরের তুলনায় অনেক ছোট। অন্যদিকে বাগডোগরার উপর অতিরিক্ত চাপ কমানোর জন্য কেন্দ্রীয় প্রকল্পের আওতায় উত্তরবঙ্গে আরও তিনটি বিমানবন্দর বালুরঘাট, মালদহ এবং কোচবিহার তৈরীর কাজ এগোচ্ছে। ইতিমধ্যেই এই তিনটি বিমানবন্দর তৈরীর কাজ পর্যবেক্ষণ করে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল।

নতুন করে রাজ্য সরকারের তরফ থেকে দক্ষিণ ২৪ পরগনায় রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সেই পরিকল্পনা অনুযায়ী পছন্দসই জায়গা ভাঙর। কারণ এখানে অনেক বেশি ফাঁকা জমি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন যে বিমানবন্দরটি তৈরি করা নিয়ে পরিকল্পনা করছে রাজ্য সরকার তাতে হ্যাঙার, বোয়িং ৭৭৭-এর মতো বড়সড় যাত্রীবাহী বিমান ওঠানামার জায়গা থাকবে।

Advertisements